‘আপনি হিন্দু না মুসলিম?’ উলঙ্গ মহিলা! ইদের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার নুসরত

‘আপনি হিন্দু না মুসলিম?’ উলঙ্গ মহিলা! ইদের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার নুসরত

কলকাতা: নুসরত জাহান মানেই বিতর্কিত অধ্যায়৷ এর আগেও নানা বিতর্কে নাম জড়িয়েছে তাঁর৷ আরও একবার শিরোনামে  অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ ইদের সকালে সোশ্যাল মিডিয়ায় হাসিমুখে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি৷ আর তাতেই যত বিপত্তি৷ মুসলিম ধর্মাবলম্বীদের কটাক্ষের শিকার হতে হল তাঁকে৷ প্রশ্ন উঠল, তিনি হিন্দু না মুসলিম৷ শুধু তাই নয়, ‘স্তনের উপর ট্যাটু দেখাতে হবে’’ বলে নোংরা মন্তব্য করা হল অভিনেত্রীকে৷ 

আরও পড়ুন- স্যান্ডি সাহার সঙ্গে ঝগড়ায় সেট ছাড়লেন শ্রীতমা, কারণ জানালেন অভিনেত্রী নিজেই

মঙ্গলবার ১৯ সেকেন্ডের একটি ভিডিয়োতে নুসরত বলেন, ‘‘সকলকে আমার তরফ থেকে ইদ মোবারক৷ সর্বশক্তিমান আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন৷’’ অভিনেত্রী আরও বলেন, ‘‘আপনার জীবন খুশি ও সমৃদ্ধিতে ভরে উঠুক৷ আনন্দের ইদের শুভেচ্ছা৷’’ এই পোস্ট ভাইরাল হতেই ধেয়ে আসে কটাক্ষের বাণ৷ খড়্গহস্ত হয়ে ওঠেন কট্টর মুসলিমপন্থীরা৷ এক নেটাগরিক জানতে চান, ‘‘তুমি হিন্দু না মুসলিম?”। নুসরতের বোরখা কোথায়, সেই প্রশ্নও করা হয়। একজন আবার লেখেন, “ভোটের প্রচারে অংশ নিতে সালোয়ার… আর ইদের শুভেচ্ছা জানাতে স্তনের ওপর ট্যাটু দেখাতেই হবে!”

এখানেই শেষ নয়৷ এক ইউজার লেখেন, ‘‘আপনি কি নামাজ পড়েন৷ আপনি কি রোজা রাখেন? আপনি কি মুসলমান?’’ এমনকী এও লেখা হয়, ‘‘এ ভাবে উলঙ্গ হয়ে ইদ মুবারক দেওয়ার দরকার ছিল?’’ সোনিরুল হোসেন নামে এক ইউজার আবার লিখেছেন, ‘‘আমরা রোজা করব, নামাজ পড়ব, আর আপনার মতো ফালতু একটা মেয়ের কাছ থেকি ঈশ্বরের শুভেচ্ছা নিতে হবে৷৷’’ সেই সঙ্গে ইংরাজি ভাষায় ইদের শুভেচ্ছা জানিয়েও কটাক্ষের মুখে পড়তে হয় সাংসদ অভিনেত্রীকে৷ 

নুসরত

ব্যঙ্গ, বিদ্রুপ, কটু কথা যেন নুসরতের জীবনের অঙ্গ৷ এর আগেও নানা কারণে একাধিকবার ট্রোলড হতে হয়েছে তাঁকে৷ সহবাস সঙ্গী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন মাথায় সিঁদুর পরায় কটাক্ষের শিকার হয়েছিলেন সংসদ অভিনেত্রী। এর পর নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর যখন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে, তখনও তাঁকে নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। নুসরতের সন্তানের বাবা কে? সেই প্রশ্নে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। ইশানের জন্মের পর প্রকাশ্যে আসে তাঁর সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত৷ যদিও তাঁকে নিয়ে এসব ব্যঙ্গ- বিদ্রুপ বা কটাক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন নুসরত৷ কারণ তিনি বাঁচেন নিজের শর্তে৷ 

nus