Aajbikel

গ্যাংস্টারের নজরে ছিলেন অরিজিৎও! চাওয়া হয়েছিল ৫ কোটি, প্রাণ বাঁচাতে কী চুক্তি করেছিলেন শিল্পী?

 | 
অরিজিৎ

মুম্বই:  এই মুহূর্কে দেশের অন্যতন জনপ্রিয় তথা বলিউডের সবচেয়ে দামী গায়ক হলেন অরিজিৎ সিং৷ তাঁর এই বিপুল সাফল্য নজর কেড়েছিল অন্ধকার জগতের কারবারিদের৷  তিনিও যে এক সময় গ্যাংস্টারদের নজরে ছিলেন, পঞ্জাবি শিল্পী সিধু মুসেওয়ালা খুনের পর তা প্রকাশ্যে৷ জানা গিয়ছে, ৫ কোটি টাকা তোলা চেয়ে ফোন এসেছিল অরিজিতের ম্যানেজারের কাছে। ছিল প্রাণ সংশয়৷ কিন্তু, সেই টাকা দিতে অস্বীকার করেছিলেন গায়ক৷ বদলে কী সিদ্ধান্ত নিয়েছিলেন অরিজিৎ?

আরও পড়ুন- কান উৎসবে বাঙালির জয়জয়কার! সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতলেন পরিচালক শৌনক সেন

সালটা ২০১৫৷ দুঁদে গ্যাংস্টার রবি পূজারীর থেকে হুমকি ফোন আসে অরিজিৎ সিংয়ের ম্যানেজার তরসানের কাছে৷ তাঁকে বলা হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৫ কোটি টাকা দিতে হবে অরিজিৎকে। একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, সেই মুহূর্তে এই বিপুল পরিমাণ অর্থ দিতে অস্বীকার করেন শিল্পী। বদলে প্রাণ বাঁচাতে বিনামূল্যে কয়েকটি অনুষ্ঠান করার জন্য চুক্তিবদ্ধ হন তিনি।

সম্প্রতি পঞ্জাবের তরুণ সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার মৃত্যুর পর অরিজিতের ঘটনা প্রকাশ্যে আসে। সিনেমা ও গানের জগতের নামীদামী কেউই যে এখনও অপরাধ জগতের হাত থেকে সুরক্ষিত নন, সে কথা আরও একবার স্পষ্ট হয়ে যায়। গত চার বছর ধরে গ্যাংস্টারদের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন ২৮ বছরের সিধু। সে কথা সংবাদমাধ্যমকে জানান আরও এক পঞ্জাবি সঙ্গীতশিল্পী মিকা সিং। তিনি ছিলেন সিধুর ঘনিষ্ঠ৷ সিধুর মৃত্যুর জন্য গ্যাংস্টাররা দায়ী বলে প্রথম থেকেই দাবি করেন তিনি। পরে কানাডার এক গ্যাংস্টার নিজেই সোশ্যাল মিডিয়ায় সিধুকে খুনের দায় স্বীকার করে নেয়।

Around The Web

Trending News

You May like