প্যারিস: ৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঙালির জয়জয়কার। কান ২০২২-এ সেরা তথ্যচিত্রের খেতাব জিতলেন বাঙালি পরিচালক শৌণক সেন। জানা যাচ্ছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দিল্লি নিবাসী এই পরিচালক। শৌণকের ছবি ‘অল দ্যাট ব্রেথস’ সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে কান চলচ্চিত্র উৎসবে। শনিবার সেরা তথ্যচিত্রের এই সম্মান সৌনকের হাতে তুলে দিয়েছেন জুরিরা।
ভারতীয় সিনেমার ক্ষেত্রে তো বটেই বিশ্ব দরবারে বাঙালির এই জয় অত্যন্ত গর্বের। জানা যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও ছবি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পেল। চলতি বছরে শৌণকের এই সিনেমা সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালেও পুরস্কার পেয়েছিল।
শৌণকের এই তথ্যচিত্রটি মোট ৯০ মিনিটের। এই তথ্যচিত্র দুই ভাই মোঃ সাউদ ও নাদিম শেহজাদের জীবনের উপর নির্মিত। এই দুই ভাই পরিযায়ী পাখি ব্ল্যাক কাইটদের বাঁচাতে নিজেদের নিয়োজিত করেছেন। এই ছবির গল্পে লুকিয়ে রয়েছে জীবনের এমন কিছু ছোট ছোট কাজের কথা যা আজকালকার দিনের মানুষ ভুলে গেলেও সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত সেই কারণেই এই ছবিটিকে ‘গোল্ডেন আই’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পাঁচ হাজার ইউরো (ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ৪.১৬ লক্ষ টাকা) পুরস্কার মূল্য শনিবার তুলে দেওয়া হয়েছে শৌণকের হাতে। ৯০ মিনিটের তথ্যচিত্রটিকে সেরা হিসাবে বেছে নিয়েছেন পোলিশ চলচ্চিত্র নির্মাতা অ্যাগনিয়েসকা হল্যান্ড, ইউক্রেনেক লেখক-পরিচালক ইরিনা সিলিক, ফরাসি অভিনেতা পিয়েরে ডেলাডোনচ্যাম্পস, সাংবাদিক অ্যালেক্স ভিসেন্টে এবং মরক্কোর লেখক-চলচ্চিত্র নির্মাতা হিচাম ফালাহ।