পাশের হারে এগিয়ে ৭ জেলা, রেকর্ড গড়ে প্রথম দশে ২৭২ জন

পাশের হারে এগিয়ে ৭ জেলা, রেকর্ড গড়ে প্রথম দশে ২৭২ জন

কলকাতা: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের জেলাগুলির জয়জয়কার৷  পাশের হারে এগিয়ে রয়েছে সাতটি জেলা৷ এই সাত জেলায় পাশের হার ৯০ শতাংশ৷ প্রথম সাতে রয়েছে  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কালিম্পং এবং বাঁকুড়া৷ 

 

 

 

আরও পড়ুন- উচ্চমাধ্যমিকে প্রথম কোচবিহারের অদিশা, দ্বিতীয় সায়নদ্বীপ

উচ্চমাধ্যমিকে প্রথম দশে এবার ২৭২ জন! তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৪৪ জন। ১২৮ জন ছাত্রী। প্রথম হওয়া অদিশা দেবশর্মা কোচবিহারের দিনহাটা দেবী জৈন হাইস্কুলের ছাত্রী। দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ সামন্ত পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এ বার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৮০ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৬.৫৮ শতাংশ।  এ বার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের চেয়ে ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।