বাতিল হওয়া উচ্চমাধ্যমিকের মূল্যায়ন কোন পথে, বিস্তারিত জানাল সংসদ

বাতিল হওয়া উচ্চমাধ্যমিকের মূল্যায়ন কোন পথে, বিস্তারিত জানাল সংসদ

কলকাতা: করোনাকালে বাতিল হয়ে গিয়েছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই পরীক্ষা পরিচালনার ঝুঁকি নিতে চায়নি রাজ্য সরকার৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার পর বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষার পথে এগিয়ে যাবে৷ কিন্তু কী ভাবে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন? যৌথ সাংবাদিক বৈঠকে জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস৷ 

আরও পড়ুন- কী ভাবে হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন? জানিয়ে দিন পর্ষদ ও সংসদ

এই বছর ৯ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল৷ অতিমারির জেরে তা বাতিল যায় যায়৷ এদিন মহুয়া দাস জানান, ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার ৪টি বিষয়ের সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ শ্রেণির বার্ষিক থিওরি পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর এবং দ্বাদশ শ্রেণির প্রোজেক্ট বা প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করে মূল্যায়ন করা হবে৷ বিজ্ঞান শাখায় প্র্যাক্টিক্যালের ৩০ নম্বর ও প্রজোক্টে রয়েছে ২০ নম্বর৷    

কী ভাবে এই নম্বর দেওয়া হবে? ধরা যাক, কোনও ছাত্রছাত্রী মাধ্যমিকে ৪টি বিষয়ে ৪০০-নম্বরের মধ্যে পেয়েছে ২০০৷ একাদশ শ্রেণিতে ফিজিক্সে ৭০-এর মধ্যে পেয়েছে ৫০৷ দ্বাদশ শ্রেণিতে ল্যাব ভিত্তিক পরীক্ষা, ৩০ এর মধ্যে পয়েছে ২৮৷ তাহলে উচ্চমাধ্যমিকে ফিজেক্সে তার প্রাপ্ত নম্বর হবে ৭২৷ সংসদের সভাপতি আরও জানান, কোনও পরীক্ষার্থী এই নম্বরে সন্তুষ্ট না হলে সে পরবর্তী ক্ষেত্রে পরীক্ষায় বসতে পারবে৷ তবে অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর৷  সেই সঙ্গে  স্কুলগুলিকে ২৩ জুনের মধ্যে পরীক্ষার নম্বর জমা দিতে বলা হয়েছে৷ সবাই সহযোগিতা করলে জুলাইয়ের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =