বিশ্বভারতীয় মুকুটে নয়া পালক, মিলল দেশে চতুর্থ এবং রাজ্যে তৃতীয় সেরার স্বীকৃতি

বিশ্বভারতীয় মুকুটে নয়া পালক, মিলল দেশে চতুর্থ এবং রাজ্যে তৃতীয় সেরার স্বীকৃতি

কলকাতা:  গোটা দেশে চতুর্থ আর রাজ্যে তৃতীয় স্থান দখল করে নিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷ ‘দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং’–এ  বিশ্বভারতীর মুকুটে জুড়ল এই পালক৷ রাজ্য স্তরে ব়্যাঙ্কিংয়ে বিশ্বভারতীর আগে রয়েছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ 

আরও পড়ুন- মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষায় নম্বর বিভাজন কীভাবে? বাড়ছে বিভ্রান্তি!

গোটা দেশে চতুর্থ স্থান পেয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মী থেকে পড়ুয়ারা৷ প্রসঙ্গত, বিশ্বের বিশ্ববিদ্যালয় স্তরে ব়্যাঙ্কিং-এ এই প্রথম উঠে এল বিশ্বভারতীয় নাম৷ বঙ্গ নির্বাচনের আগে একের পর এক বিতর্কে জড়িয়েছিল বিশ্বভারতীর নাম৷ সেখান থেকে বিশ্ব দরবারে উঠে এল বিশ্ববিদ্যালয়৷ সারা বিশ্বের ২ হাজার বিশ্ববিদ্যালয় নিয়ে এই ব়্যঙ্কিং করেছে ‘দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাবঙ্কিং’। জানা গিয়েছে, ২০২১-২০২২ সালের এই ব়্যঙ্কিং-এ জায়গা করে নিয়েছে ভারতের ৬৮টি প্রতিষ্ঠান৷ এর মধ্যে প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আমেদাবাদ৷ 

এদিকে আমাদের রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে ১৮ নম্বরে৷ ২০ নম্বরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ২১ তম স্থান দখল করে নিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷ আর গোটা দেশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং চতুর্থ স্থানে রয়েছে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তবে বিশ্বস্তরে বিশ্বভারতীয় ব়্যাঙ্কিং ১১০২৷ 

উল্লেখ্য, ২০১৮-১৯ সালে ‘দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং’–এ  বিশ্বভারতী জায়গা করতে পারেনি৷ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অনিল মুখোপাধ্যায়ের কথায়, নোবেল চুরি থেকে শুরু করে একের পর এক বিতর্কে নাম জড়িয়েছিল বিশ্বভারতীর৷ বিশ্বভারতী যে ব়্যাঙ্ক পেয়েছে তাতে আমরা সকলেই গর্বিত৷ তবে কোয়ালিটি অফ এডুকেশন ব়্যাঙ্ক, অ্যালামনি এমপ্লয়মেন্ট ব়্যাঙ্ক এবং কোয়ালিটি অফ ফ্যাকাল্টি ব়্যাঙ্ক-এ কোনও স্থান করতে পারেনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *