কুড়ি থেকে একলাফে হাজার! ভর্তি ফি বৃদ্ধিকে কেন্দ্র করে উত্তাল বিদ্যাসাগর কলেজ

কুড়ি থেকে একলাফে হাজার! ভর্তি ফি বৃদ্ধিকে কেন্দ্র করে উত্তাল বিদ্যাসাগর কলেজ

কলকাতা:  কুড়ি টাকা থেকে বেড়ে একেবারে হাজার টাকা! একলাফে ভর্তির ফি বাড়ার অভিযোগে শোরগোল বিদ্যাসাগর কলেজে৷ অস্বাভাবিক ফি বাড়ার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় কলেজের ছাত্রীরা৷ তবে এই বিষয়ে এখনও কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ 

আরও পড়ুন-  কেন্দ্রের শিক্ষানীতি সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল, ভাষা দিবসে দাবি শাহের

এক কলেজ ছাত্রীর কথায়, করোনা পরিস্থিতিতে গত প্রায় এক বছর ধরে আমরা অনলাইনে ক্লাস করছি৷ তাই এক লাফে অ্যাডমিশন ফি বাড়িয়ে হাজার টাকা করার কোনও মানেই হয় না৷ বলা হচ্ছে এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের নোটিশ৷ তাই যদি হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও অনেক কলেজ রয়েছে তাদের ভর্তি ফি হাজার টাকা করা হল না কেন? সেখানে ৫০০ বা ৮০০ টাকা ফি নেওয়া হচ্ছে৷ এছাড়াও ডেভলপমেন্ট বাবদ যে চার্জ কাটা হচ্ছে তার বিরুদ্ধেও সরব হন ওই ছাত্রী৷ তিনি বলেন, আমরা তো কোনও উন্নয়নই দেখতে পাইনি৷ অথচ টাকা কাটা হচ্ছে৷  

আরও পড়ুন-  কমেছে স্কুল ছুটের সংখ্যা, কিন্তু নিয়োগ? উঠছে প্রশ্ন

অপর এক ছাত্রীর কথায়, প্যান্ডেমিক পরিস্থিতিতে আমাদের প্রতিটি বিভাগ থেকে যে টাকাটা চাওয়া হচ্ছে আমরা তা দিতে নারাজ৷ প্রতি বছর অ্যাডমিশন ফি বাবদ কুড়ি টাকা চাওয়া হয়৷ এই বছর সেটা একলাফে বেড়ে হয়েছে হাজার টাকা৷ গত ১০ মাস ধরে আমরা অলাইনেই ক্লাস করছি৷ তাহলে আমরা কেন কলেজের বিদ্যুৎ বিল দিতে যাব? কেনই বা আমাদের থেকে ল্যাবরেটরি চার্জ চাওয়া হবে? কলেজ কর্তৃপক্ষ অবশ্য সে জবাব দেয়নি৷ 

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস ধরে বন্ধ রয়েছে রাজ্যের স্কুল কলেজ৷ গত ১২ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুললেও, বাকি ক্লাসের পড়ুয়াদের ভরসা সেই অনলাইন৷ সম্প্রতি কলেজ খোলার বিষয়ে উপাচার্জদের নিয়ে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ওই বৈঠকে ঠিক হয় এখনই খোলা হবে না কলেজ৷ সেই অবস্থায় ফি বাড়ানোয় ক্ষোভে ফেটে পড়েন বিদ্যাসাগর কলেজের পড়ুয়ারা৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *