UPSC: শীর্ষে শুভম, দ্বিতীয় জাগৃতি, বাংলার দুজন প্রথম দুশোয়

UPSC: শীর্ষে শুভম, দ্বিতীয় জাগৃতি, বাংলার দুজন প্রথম দুশোয়

নয়াদিল্লি: ইউ পি এস সি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন বিহারের শুভম কুমার। দ্বিতীয় স্থান পেয়েছেন গোপালের জাগৃতি অবস্থি। মেয়েদের মধ্যে তিনি প্রথম এবং সার্বিকভাবে দ্বিতীয়। শুভম আইআইটি বোম্বে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক করছেন এবং জাগৃতি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিটেক করেছেন আর এখন সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছেন। পরীক্ষায় তৃতীয় হয়েছেন দিল্লির অঙ্কিতা জৈন।

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন নিয়ে কমিশনের হলফনামা নিয়ে ভর্ৎসনা হাইকোর্টের

পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, প্রথম ২৫ জনের মধ্যে রয়েছেন ১৩ পুরুষ ও ১২ মহিলা। সফল ৭৬১ জন প্রার্থীর মধ্যে পুরুষ ৫৪৫ জন ও মহিলা ২১৬ জন। এদিকে, প্রথম দুশো জনের মধ্যে আছেন বাংলার দুই পরীক্ষার্থী। তারা দুজনেই সরকার পরিচালিত সতেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের দুই পড়ুয়া, রিকি আগরওয়াল, যিনি  ৮৭ তম স্থান পেয়েছেন। ইনি আইআইটি খড়গপুর থেকে বিটেক করেন। অন্যজন ময়ূরী মুখোপাধ্যায়। তিনি ১৫৯ তম স্থানে রয়েছেন। ইনি বেলঘড়িয়া মহাকালী গার্লস হাই স্কুল থেকে পাশ করে ২০১৩ সালে বোটানিতে অনার্স নিয়ে প্রেসিডেন্সি থেকে পাশ করেন। ২০১৫ সালে দিল্লি ইউনিভার্সিটি থেকে বোটানিতেই এমএসসি পাশ করেন। 

আরও পড়ুন- খরচ কোটিতে! উপনির্বাচনের ব্যয় নিয়ে আদালতে প্রশ্নের মুখে কমিশন

এবছর সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন ৪.৮২ লক্ষের বেশি প্রার্থী। মেইন লিখিত পরীক্ষার সুযোগ পেয়েছিলেন ১০ হাজার ৫৬৪ জন। প্রথম স্থান পাওয়া শুভম জানাচ্ছেন তিনি আইএএস অফিসার হওয়ার স্বপ্নই দেখেছেন এবং গ্রামীণ এলাকার উন্নয়ন করতে চান। একই সঙ্গে, কর্মসংস্থান নিয়ে কাজ করা ও দারিদ্র দূরীকরণ তাঁর লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *