কলকাতা: উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে ফের জটিলতা সৃষ্টি হল কারণ সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা করেছে কয়েকজন চাকরিপ্রার্থী। অভিযোগ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় মামলা করেছে তারা। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে এবার ডিভিশন বেঞ্চে গেল এই মামলা। ইন্টারভিউ তালিকায় অনিয়ম রয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছিল সেই অভিযোগই বহাল রাখছে চাকরিপ্রার্থীরা।
অভিযোগকারীদের বক্তব্য, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই ভুলে ভরা এবং অস্বচ্ছ। তাই এই প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় তারা বিরোধিতা করছে। এই অভিযোগের ভিত্তিতেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেছে তারা, এই পরিপ্রেক্ষিতে বিচারপতি সুব্রত তালুকদার এবং সৌগত ভট্টাচার্যের বেঞ্চে হবে এই মামলার শুনানি। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি প্রার্থীরা আরও জানাচ্ছে, সিঙ্গেল বেঞ্চ রায় দিয়ে কমিশনকে ১২ সপ্তাহের সময় দিয়েছিল কিন্তু এই সময়ই নিয়োগ প্রক্রিয়া এগোনোর অনুমতি দেওয়া হয়। তাই এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাদের স্পষ্ট দাবি, এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন বন্ধ রাখা হোক এবং সমস্ত তদন্ত হয়ে যাওয়ার পর স্বচ্ছভাবে সেই প্রক্রিয়া চালু হোক।
আরও পড়ুন- অ্যাপ্রেন্টিস পদে ৬১০০ কর্মী নিয়োগ করবে SBI
উল্লেখ্য এর আগে নিয়োগে স্থগিতাদেশ তুলে দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, ২০১৬ সালের তালিকায় এখন নিয়োগ, তাই পাঁচ বছরের রেলেক্সেশান দিতে হবে বয়সের ক্ষেত্রে। যারা মামলা করেছেন তাদের আলাদা করে ডেকে কাউন্সেলিং করে অভিযোগ শুনতে হবে এসএসসিকে। ১২ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। রাজ্যে অনেক চাকরি প্রার্থী রয়েছেন যারা এই চাকরীর দিকে তাকিয়ে রয়েছেন। তাদের মধ্যে অনেকেরই চাকরীর বয়সসীমা অতিক্রান্ত হয়েছে ৫ বছর। তাই এই রিলাক্সেশন দিতেই হবে। এমনটাই জানান হয়েছে আদালতের তরফে।