অ্যাপ্রেন্টিস পদে ৬১০০ কর্মী নিয়োগ করবে SBI

অ্যাপ্রেন্টিস পদে ৬১০০ কর্মী নিয়োগ করবে SBI

কলকাতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৬ হাজারের বেশি অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। তারই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিআই। চলতি বছর এসবিআইয়ের ওয়েবসাইট sbi.co.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে৷ ৬ জুলাই ২০২১ তারিখ থেকে ইতিমধ্যেই আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ জুলাই, ২০২১৷ এর পরে জমা হওয়া কোনও আবেদন গ্রাহ্য করা হবে না।
 

মোট শূন্যপদ
২০২১ সালে মোট ৬১০০ জন যোগ্য প্রার্থীকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

 

বয়স
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৩১ জুলাই ২০১২ তারিখের মধ্যে হতে হবে ২০ বছর, সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর জন্ম ৩১ অক্টোবর ১ নভেম্বর ১৯৯২ সালের আগে এবং ৩১ অক্টোবর ২০০০ সালের পরে হলে হবে না৷ সরকারি নিয়ম অনুযায়ী, তফশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে৷

 

শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

 

নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। দু’টি ধাপে এই পরীক্ষা নেওয়া হবে৷ প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে৷ এরপর দ্বিতীয় ধাপে স্থানীয় ভাষায় পরীক্ষা নেওয়া হবে৷ অনলাইনে লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই দ্বিতীয় ধাপে স্থানীয় ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা৷ প্রশ্নপত্র হবে হিন্দি এবং ইংরাজি দু’টি ভাষাতেই৷ উত্তর ভুল হলে এক নম্বর কাটা হবে৷ এক একটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ নম্বর কাটা হবে৷ পরীক্ষাটি অগস্ট মাসেই হবে বলে জানা গিয়েছে৷ 

 

আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৩০০ টাকা৷ তবে তফশিলি জাতি, উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না৷ বিশদ তথ্যের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in/web/careers#lattest দেখতে বলা হয়েছে৷

 

প্রসঙ্গত, এর আগে গত বছরও এই পদের জন্য অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি সহ আবেদনপত্র গ্রহণ করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ কিন্তু ২০২০ সালে সেই নিয়োগ প্রক্রিয়া হয়নি৷ এবার চলতি বছরের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। তবে গত বছর যেসব প্রার্থীরা এই পদের জন্য আবেদন করেছিলেন, সবার টাকা ফেরত দেওয়া হবে বলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রের খবর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =