সাবধান! বাংলায় গজিয়ে উঠেছে ভুয়ো বিশ্ববিদ্যালয়, তালিকা দিল UGC

সাবধান! বাংলায় গজিয়ে উঠেছে ভুয়ো বিশ্ববিদ্যালয়, তালিকা দিল UGC

নয়াদিল্লি: রমরমিয়ে চলছে পঠনপাঠন৷ অথচ এগুলির কোনও স্বীকৃতিই নেই৷ দেশের বিভিন্ন রাজ্যে গজিয়ে ওঠা বেশকিছু বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি)৷ বুধবার এহেন ২৪টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ তালিকা ভুক্ত করা হল৷ এই বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশই দিল্লি এবং উত্তর প্রদেশের৷ রয়েছে বাংলারও বেশি কিছু বিশ্ববিদ্যালয়৷ 
 

আরও পড়ুন- মাইক হাতে গান গেয়ে পড়ুয়াদের বিজ্ঞান পড়াচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিয়ো

ইউজিসি’র সেক্রেটারি রজনীশ জৈন বলেন, ‘‘শিক্ষার্থী ও জনসাধারণকে অবহিত করা হচ্ছে যে ইউজিসি আইন লঙ্ঘন করে বর্তমানে ২৪টি স্ব-স্বীকৃত অস্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান গজিয়ে উঠছে৷ এই বিশ্ববিদ্যালয়গুলিকে ভুয়ো বলে ঘোষণা করা হল৷ এই বিশ্ববিদ্যালয়গুলির ডিগ্রি দেওয়ার কোনও ক্ষমতা বা অধিকার নেই৷’’ এই ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮টি উত্তর প্রদেশের, ৭টি দিল্লির এবং ওডিশা ও পশ্চিমবঙ্গে রয়েছে ২টি৷ বাংলার দুটি বিশ্ববিদ্যালয় হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন, কলকাতা এবং ইনস্টিটিউশন অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, কলকাতা৷ ডায়মন্ডহারবার রোডে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি৷ 

 

উত্তর প্রদেশের ৮টি বিশ্ববিদ্যালয় হল- বারাণসীর বারাণসিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়,  এলাহাবাদের মহিলা গ্রাম বিদ্যাপীঠ, গান্ধী হিন্দি বিদ্যাপীঠ এলাহাবাদ, কানপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রোকমপ্লেক্সল হোমিওপ্যাথি, আলিগড়ের নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি, মথুরার উত্তর প্রদেশ বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়ের মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় এবং ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা৷ 

আরও পড়ুন- স্কুল খুলতেই করোনা আক্রান্ত ২৭ পড়ুয়া, নিউ নর্মালে বড় বিপদের আশঙ্কা

 

 

দিল্লির সাতটি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে- কমার্সিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস বিশ্ববিদ্যালয়, ভোকেশনাল বিশ্ববিদ্যালয়, এডিআর সেন্ট্রিক জুরিডিসিয়াল বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়৷ ওডিশার দুটি ভুয়ো বিশ্ববিদ্যালয় হল-  রাউরকেল্লার নবভারত শিক্ষা পরিষদ এবং নর্থ ওডিশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি৷ 

এছাড়াও কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে রয়েছে একটি করে এমনই ভুয়ো বিশ্ববিদ্যালয়৷ এগুলি হল যথাক্রমে- পুদুচেরির শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, অন্ধ্র প্রদেশের খ্রিস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, নাগপুরের রাজা আরবিক ইউনিভার্সিটি, কেরলের সেন্ট জনস ইউনিভার্সিটি এবং কর্ণাটকের বাদাগনভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 1 =