মাইক হাতে গান গেয়ে পড়ুয়াদের বিজ্ঞান পড়াচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিয়ো

মাইক হাতে গান গেয়ে পড়ুয়াদের বিজ্ঞান পড়াচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিয়ো

ভোপাল: করোনা আবহে ছাত্রছাত্রীদের পড়ানোর এক অভিনব কৌশল নিলেন মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের এক সরকারি স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা৷ তাঁর ক্লাসে গেলে মনে হবে এ যেন গানের জলসাঘর৷ কিন্তু ভালো করে শুনলে বোঝা যাবে, আসতে এটা জ্ঞানের পাঠশালা৷ গানের সুরে সুরেই চলছে পড়া বোঝানোর কাজ৷ 

আরও পড়ুন- স্কুল খুলতেই করোনা আক্রান্ত ২৭ পড়ুয়া, নিউ নর্মালে বড় বিপদের আশঙ্কা

 

হ্যাঁ, সত্যই তাই৷ গানের সুরেই ছাত্রছাত্রীদের পড়া বুঝিয়ে চলেছেন সরকারি স্কুলের ওই বিজ্ঞান শিক্ষিকা৷ ওই শিক্ষিকার নাম সারিকা ঘারু৷ শিশুদের কাছে পড়াশোনার গুরুত্ব কতখানি তা বেশ ভালোই জানেন তিনি৷ কৌশল আর ছকে বাধা নিয়মে পড়াশোনা করতে করতে ছেলে মেয়েরা যাতে শিক্ষার প্রতি আকর্ষণ হারিয়ে না ফেলে, সেই জন্যই তিনি এই কৌশল নিয়েছেন৷ তাঁর দেখানো পথে গান করে পড়াশোনা করে চলেছে পড়ুয়ারাও৷ সারিকার পাঠশালার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

 

মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ জেলার প্রত্যন্ত এই আদিবাসী গ্রামে নেই ইন্টারনেট, নেই কম্পিউটার। তাই লাউড স্পিকারে গান গেয়েই পড়ুয়াদের বিজ্ঞান পড়াচ্ছেন সরকারি স্কুলের শিক্ষিকা সারিকা ঘারু। খোলা আকাশের নীচেই চলছে ক্লাসঘর৷ চারিদিকে লাগানো বিজ্ঞানের পোস্টার৷ লাউড স্পিকারে গান গেয়ে, পোস্টারের মাধ্যমে বিজ্ঞানের মতো বিষয়কে সহজ করে তোলার চেষ্টা চালাচ্ছেন তিনি। সারিকা এই উদ্যোগের নাম দিয়েছেন তোলা টিচিং। পড়ুয়াদের জন্য টুল, মাদুর, পোস্টার, মাইক সবই নিজের খরচে জোগাড় করেছেন ওই শিক্ষিকা। এক ছাত্রর কথায়, যে প্রশ্নগুলো এক সময় কঠিন লাগত, সেই প্রশ্নের উত্তরও এখন সহজেই মন রাখতে পারে তারা৷ অন্যদিকে, সারিকার এই উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে৷ এলাকায় নাম ছড়িয়ে পড়েছে তাঁর৷ 

আরও পড়ুন- কালী পুজোর আগে খুলবে না স্কুল, হাই কোর্টে জানাল রাজ্য! বছর শেষে সম্ভাবনা!

প্রসঙ্গত, আনলক ফাইফে স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র৷ ১৫ অক্টোবরের পর স্কুল খোলা যাবে বলে কেন্দ্রের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে৷ খোলার আগে সুনির্দিষ্ট পদ্ধতিতে স্কুল-কলেজ জীবাণুমুক্ত করতে হবে৷ স্কুলেও ফিজিক্যাল ডিস্টেনসিং ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + twelve =