দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ ঘোষণা UGC-র, খাস কলকাতায় রয়েছে দুটি

দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ ঘোষণা UGC-র, খাস কলকাতায় রয়েছে দুটি

নয়াদিল্লি: কলকাতা-সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)৷ এই বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের ডিগ্রি দিতে পারবে না৷ এই মর্মে একটি বিবৃতি প্রকাশ করেছেন কমিশনের সচিব রজনীশ জৈন৷ 

আরও পডুন- অযোগ্য প্রার্থীদের হদিশ দিতেন ‘মিডলম্যান’ প্রদীপ! শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নয়া তথ্য পেল CBI

উল্লেখ্য, এই ২১টি ভুয়ো প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কলকাতার দু’টি বিশ্ববিদ্যালয়ের নাম৷ এগুলি হল চৌরঙ্গী রোডের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। মোট ৯ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি। সব থেকে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে রাজধানীতে। দিল্লিতে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮৷ এছাড়াও উত্তরপ্রদেশের ৪টি, ওড়িশার ২টি, কর্নাটকের ১টি, কেরলের ১টি, মহারাষ্ট্রের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পুদুচেরির ১টি বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকায়৷  

অভিযোগ, এই ভুয়ো এবং অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির কোনও নিয়ম মেনে চলে না৷ ফলে  এই বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের ডিগ্রি বা শংসাপত্র দিতে পারবে না বলেই সাফ জানিয়েছে ইউজিসি৷