কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রদীপ সিংকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে এল সিবিআই-এর৷ কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন, অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এই ‘মিডলম্যান’ প্রদীপ৷ তিনিই অযোগ্য প্রার্থীদের বিভিন্ন তথ্য এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সহ অন্যান্য কর্তার কাছে পাঠিয়ে দিতেন৷ শান্তিপ্রসাদের ফোন থেকেও প্রদীপের নম্বর মিলেছে৷ তাঁদের মধ্যে একাধিকবার কথা হয়েছিল৷ সেই প্রমাণও সিবিআই-এর হাতে এসেছে৷
আরও পড়ুন- দিল্লির ‘ধমকে’ কাজ? সিবিআই নিয়ে দিলীপের সুর বদলাল
সিবিআই গোয়েন্দারা আরও জানাচ্ছেন, এই লিঙ্কম্যানের কাছ থেকে বেশ কিছু ই-মেল আইডি পাওয়া গিয়েছে৷ ওই ই-মেলগুলিতে একাধিক রোল নম্বর পাওয়া গিয়েছে। ওই রোল নম্বরগুলি কাদের, কেনই বা রোল নম্বর মেল করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা৷ তাঁদের অনুমান, মেলে প্রাপ্ত অ্যাডমিটের নম্বর অনুত্তীর্ণদের৷ অ্যাডমিট কার্ডের নম্বর ধরে অযোগ্য প্রার্থীদের খোঁজ শুরু করেছে সিবিআই। পাশাপাশি গোয়েন্দারা এটাও জানার চেষ্টা করছেন, অযোগ্য প্রার্থীদের সম্পর্কে কী কী তথ্য শান্তিপ্রসাদের কাছে পৌঁছতেন প্রদীপ? এই অযোগ্য প্রার্থীরা কি সময় মতো চাকরি পেয়েছিলেন? চাকরির বিনিময়ে কি টাকার লেনদেন হয়েছিল? উত্তরের খোঁজে রয়েছে সিবিআই৷
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত ২৪ অগাস্ট সিবিআই-এর হাতে গ্রেফতার হন প্রদীপ সিং৷ আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকবেন তিনি। এদিকে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সল্টলেক জিডি ২৫৩ ঠিকানায় হানা দিয়েছিল তদন্তকারী অফিসারদের একটি দল। সেখানেই প্রদীপের অফিস রয়েছে বলে দাবি৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>