রাত পোহালেই খুলছে স্কুল, ফুল-কলমে অভ্যর্থনা জানানো হবে পড়ুয়াদের

রাত পোহালেই খুলছে স্কুল, ফুল-কলমে অভ্যর্থনা জানানো হবে পড়ুয়াদের

কলকাতা:  করোনাকালে আগামীকাল থেকে ফের খুলছে রাজ্যের স্কুল-কলেজ৷ দীর্ঘ দিন পর স্কুলে আসবেন পড়ুয়ারা৷ স্কুলের পরিবেশ তৈরি করতে তাঁদের কমল বা ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হবে৷ ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশ মেনে স্কুলে স্কুলে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ সরকারের নির্দেশ মেনে পড়ুয়াদের পেন ও ফুল দিয়ে অভ্যর্থনার প্রস্তুতি নিচ্ছে বেসরকারি স্কুলগুলিও৷ 

আরও পড়ুন- WBJEE: জয়েন্ট পরীক্ষা কবে? হয়ে গেল ঘোষণা

রাত পোহালেই খুলছে স্কুল৷ খুলছে কলেজও৷ স্কুলগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ স্যানিটাইজেশনের পাশাপাশি বেঞ্চে পড়ুয়াদের বসার জায়গা চিহ্নিত করা হচ্ছে৷ প্রতিটি বেঞ্চে একজন সর্বাধিক দু’জন পড়ুয়া বসবেন৷ স্কুলের করণিক থেকে প্রধান শিক্ষক-শিক্ষিকা, সকলেই এখন ব্যস্ত প্রস্তুতিতে৷ এত দিন পর স্কুলে আসতে চলেছে পড়ুয়ারা৷ আর সেই পড়ুয়াদের অভ্যর্থনার জন্য সরকারি নির্দেশে স্কুলে স্কুলে পেন অথবা ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হবে৷ 

যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন, ছাত্রছাত্রীরা দীর্ঘ দিন পর স্কুলমুখী৷ তাঁদের ফুল অথবা কলম দিয়ে অভ্যর্থনা জানানোর কথা বলা হয়েছে৷ আমাদের স্কুল পড়ুয়াদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত৷ সরকার ও শিক্ষা দফতরের নির্দেশ মেনে ক্লাস করানো হবে৷ সম্পূর্ণ করোনা বিধি মেনেই চলবে পড়াশোনা৷ 

মধ্য শিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১০টা থেকে৷ দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১১টা থেকে৷ যাতে স্কুলে ঢোকা বা স্কুল ছুটির সময় ভিড় না হয়, সেকারণেই এই সময় বিভাজন৷ পাশাপাশি বলা হয়েছে, প্রত্যেক পড়ুয়াকে ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে স্কুল আসতে হবে৷ সব মিলিয়ে নতুন উদ্যোগে আগামীকাল থেকে শুরু হচ্ছে স্কুল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 4 =