WBJEE: জয়েন্ট পরীক্ষা কবে? হয়ে গেল ঘোষণা

WBJEE: জয়েন্ট পরীক্ষা কবে? হয়ে গেল ঘোষণা

কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতির ভয় কাটিয়ে উঠে আগামী বছর অফলাইনে হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। জানানো হল, আগামী বছর ২৩ এপ্রিল হতে চলেছে এই পরীক্ষা। 

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডর তরফে জানানো হয়েছে, নতুন বছরের ২৩ এপ্রিল অর্থাৎ শনিবার জয়েন্ট পরীক্ষা হতে চলেছে। ওএমআর শিটেই হবে পরীক্ষা। আরও জানান হয়েছে, পরের মাস অর্থাৎ ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। কিন্তু রেজিস্ট্রেশন শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানায়নি বোর্ড। আপাতত বোর্ড জানিয়েছে, নির্দিষ্ট সময়ে অফিসিয়াল ওয়েবসাইট ‘wbjeeb.nic.in’-তে সব জানিয়ে দেওয়া হবে।

এদিকে আগেই ২০২২ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্যদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা৷ ওই দিন প্রথম ভাষার পরীক্ষা হবে৷ ৮ মার্চ হবে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা৷ ৯ মার্চ ভুগোল পরীক্ষা হবে৷ ১০ মার্চ কোনও পরীক্ষা নেই৷ ১১ মার্চ রয়েছে ইতিহাস পরীক্ষা৷ ১২ মার্চ হবে জীবন বিজ্ঞান৷ ১৩ মার্চ রবিবার থাকায় ছুটি৷ ১৪ মার্চ অঙ্ক৷ ১৫ মার্চ ভৌত বিজ্ঞান এবং ১৬ মার্চ হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা৷ ডিসেম্বরের শেষে হবে টেস্ট৷ ওদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল থেকে৷ শেষ হবে ২০ এপ্রিল৷ দ্বাদশ শ্রেণিতে মোট ৫৬টি বিষয় রয়েছে৷ একাদশ শ্রেণির পরীক্ষা হবে ৬০টি বিষয়ের উপর৷ এই বছর আরও চারটি বিষয় যোগ করা হয়েছে৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে ২, ৪, ৫, ৬, ৮, ৯, ১১, ১৩, ১৬, ১৮ এবং ২০ তারিখ৷ উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারে৷ অর্থাৎ নিজ নিজ স্কুলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 2 =