অবিলম্বে হোস্টেল খোলার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ, উত্তাল বিশ্বভারতী

অবিলম্বে হোস্টেল খোলার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ, উত্তাল বিশ্বভারতী

f7ef1f0e8c39006cc5b83f260b6ba645

বোলপুর:  ফের অশান্তি বিশ্বভারতীতে৷ ছাত্র আন্দোলনে উত্তাল ক্যাম্পাস৷ দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হস্টেল খুলতে হবে৷ কেন্দ্রীয় অফিসের সামনে অবস্থানে বসল তৃণমূল, এসএফআই-এর সমর্থক-সহ বহু ছাত্রছাত্রী। দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি তাঁদের৷ 

আরও পড়ুন- বেসরকারিকরণের পথে রাজ্যের শিক্ষাক্ষেত্র? ইঙ্গিত মিলছে বড়সড়

উল্লেখ্য, মাঝে কিছুদিন বাদ দিলে করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তবে তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ফের খুলেছে ক্যাম্পাস৷ কিন্তু হস্টেল খোলা হয়নি৷ যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে বাইরে থেকে বিশ্বভারতীতে পড়তে আসা হাজার হাজার ছাত্রছাত্রীরা৷ ক্লাস করার জন্য মোটা টাকা ভাড়া দিয়ে মেস কিংবা প্রাইভেট হস্টেলে থাকতে হচ্ছে তাঁদের। অনেকে আবার বাড়ি ভাড়া নিয়েছেন থাকার জন্যে৷ এই সমস্যা মেটাতে অবিলম্বে হস্টেল খোলার দাবিতে আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা৷ বৃহস্পতিবার ফের বিশ্বভারতীতে বিক্ষোভ দেখায় এসএফআই, তৃণমূল ও নকশাল সমর্থিত পড়ুয়ারা।

হস্টেল খোলার দাবি জানানোর পাশাপাশি আরও দাবি জানিয়েছেন বিশ্বভারতীয় ছাত্রছাত্রীরা৷ তাঁদের দাবি, অনলাইনে ক্লাস করার পর কোনও ভাবেই অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বিশ্বভারতী চত্বরে। পাশাপাশি বিশ্বভারতীতে আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর চালুর দাবিতে ভাষাভবনের গেটের সামনে বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা। বিক্ষোভে সামিল হয়েছিলেন বীরভূম জেলার বিভিন্ন স্কুল ও  মাদ্রাসার পড়ুয়ারা৷ অভিযোগ, বিশ্বভারতী কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চালু করা হয়নি। উল্লেখ্য, বিশ্বভারতীতে এখন আরবি ভাষার সার্টিফিকেট কোর্স পড়ানো হয়৷