কলকাতা: করোনা আবহে বন্ধ রয়েছে স্কুল কলেজ৷ যার জেরে বেতন নিয়েও নানা সমস্যা দেখা দিয়েছে৷ মামলা গড়িয়েছে হাইকোর্টেও৷ শুক্রবার স্কুল ফি মামলায় কলকাতা হাইকোর্টের সাফ নির্দেশ, বেসরকারি স্কুলের বেতন নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, কোনও পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। একইসঙ্গে বলা হয়েছে, প্রত্যেক ছাত্রকে পরীক্ষায় বসার সুযোগও দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে৷
আরও পড়ুন- INI-এর পর NEET PG! দুই প্রবেশিকাতেই ভারত সেরা ব্যান্ডেলের বাঙালি চিকিৎসক
বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এ দিন একদিকে স্কুল কর্তৃপক্ষ, অন্যদিকে অভিভাবকরা অভিযোগ জানান। অভিভাবকরা যাতে দুটি ভাগে বকেয়া বেতন মিটিয়ে দিতে পারে সেই ব্যবস্থাই করেছে হাইকোর্ট৷ আদালতের নির্দেশ, ২৫ অক্টোবরের মধ্যে বকেয়া অংকের টাকাও স্কুলকে মেটাতে হবে। স্কুল ওই টাকা পৃথকভাবে জমা রাখবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। কোন পড়ুয়ার থেকে কত টাকা পাওয়া গেল, ২৫ অক্টোবরের পর স্কুলগুলি পৃথকভাবে সেই তালিকা তৈরি করবে৷ আগামী ৩ ডিসেম্বর পরবর্তী শুনানিতে সেই তালিকা আদালতকে জমা দিতে হবে।
এর আগে বেসরকারি বিদ্যালয়গুলির বেতন জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ করোনা পরিস্থিতিতে স্কুলগুলির বিরুদ্ধে ফি বাড়ানোর অভিযোগ করে আদালতের শরণাপন্ন হয়েছিলেন অভিভাবকরা।