INI-এর পর NEET PG! দুই প্রবেশিকাতেই ভারত সেরা ব্যান্ডেলের বাঙালি চিকিৎসক

INI-এর পর NEET PG! দুই প্রবেশিকাতেই ভারত সেরা ব্যান্ডেলের বাঙালি চিকিৎসক

নয়াদিল্লি: আরও একবার সেরার শীর্ষে উঠে এলেন বঙ্গ তনয়৷ ডাক্তারি পরীক্ষা নিট পিজি-তে ভারত সেরা হলেন তিনি৷ এর আগে আইএনআই সিইটি-প্রবেশিকা পরীক্ষাতেও প্রথম স্থান অর্জন করেছিলেন ব্যান্ডেল ডন বসকে স্কুলের প্রাক্তনী অমর্ত্য সেনগুপ্ত৷ বর্তমানে দিল্লি এইমসে সর্জারির ছাত্র এই বঙ্গ তনয়৷ 

আরও পড়ুন- মেধাতালিকায় গরমিল, অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ বিশ্বভারতীর

দিল্লি এইমস, চণ্ডীগড়ের পিজিআই ও পুদুচেরির জিপমার-এ ভর্তির জন্য আইএনআই পরীক্ষা নেওয়া হয়ে থাকে৷ গত জুলাই মাসে করোনা আবহেই এই পরীক্ষা হয়৷ তাতে শীর্ষ স্থান অর্জন করেন অমর্ত্য সেনগুপ্ত। অন্যদিকে মেডিক্যালে স্নাতকোত্তরে অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনুষ্ঠিত হয় নিট পিজি প্রবেশিকা পরীক্ষা। অমর্ত্যর জেঠুও একজন ডাক্তার৷ জেঠুর খারাপ হয়ে যাওয়া স্টেথোস্কোপ গলায় ঝুলিয়েই ছোটোবেলায় ঘুরে বেরাতেন তিনি৷ কচি হাতে ‘প্রেসক্রিপশন’-ও লিখে দিতেন জেঠিমাকে৷ সেই অমর্ত্যই আজ ভারত সেরা৷ চিকিৎসকদের জন্য স্নাতকোত্তরে সর্বভারতীয় দু’টি প্রবেশিকা পরীক্ষাতেই প্রথম হয়ে বাংলার নাম উজ্জ্বল করেছেন ব্যন্ডেলের ছেলে৷ নিজের অধ্যাবসার ও ডাক্তারির প্রতি ভালোবাসায় এই সাফল্য ধরা দিয়েছে৷ ২৪ বছরের ছেলের সাফল্যে হুগলির কোদালিয়ার বাড়িতে এখন খুশির হাওয়া৷ 

ছোট থেকেই মেধাবী অমর্ত্য৷ ব্যান্ডেল ডন বসকো স্কুলের ফার্স্ট বয়৷ ২০১৫ সালে বোর্ড পরীক্ষাতেও তিনি স্কুলের সেরা৷ স্কুল শেষ করে তিনি এমবিবিএস-এর জন্য ভর্তি হন কলকাতা মেডিক্যাল কলেজে৷ চলতি বছর সেপ্টেম্বরে নিট পিজি পরীক্ষায় অংশ নিয়েছিলেন অমর্ত্য৷ সেই প্রবেশিকাতেও তিনি শীর্ষ স্থান অর্জন করে নেন৷ চিকিৎসক অমর্ত্য বাবা-মায়ের একমাত্র সন্তান৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seventeen =