প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া পর্ষদ, মাধ্যমিক নিয়ে চূড়ান্ত ব্যবস্থা

প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া পর্ষদ, মাধ্যমিক নিয়ে চূড়ান্ত ব্যবস্থা

dc502fe5d71fbc17235aa217c52edee3

কলকাতা: রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে৷ দৈনিক আক্রান্তের সংখ্যা পাঁচশোর নীচে রয়েছে৷ এই পরিস্থিতিতে আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কোভিড কাঁটা পেরিয়ে আবার অফলাইন পরীক্ষা হচ্ছে তাই প্রশ্ন ফাঁস রুখতে আগের থেকেও যেন বেশি কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই এই প্রেক্ষিতে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে একাধিক নিয়ম।

আরও পড়ুন- স্কুল শিক্ষায় বেসরকারিকরণ? অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

পর্ষদ জানাচ্ছে, পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ১৫ মিনিট যাওয়া যাবে না শৌচালয়ে! অর্থাৎ সকাল ১২ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার পর ১.১৫ মিনিটের আগে হল থেকে কেউ বাইরে বেরোনোর অনুমতি পাবে না। আগে ৪৫ মিনিট পরেই এই সুযোগ পাওয়া যেত। এছাড়া আরও জানান হয়েছে, সেন্টার ইনচার্জ, অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার ছাড়া কেউ পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি শিক্ষকদের নিয়েও নয়া নিয়ম জারি থাকছে এবার। বলা হয়েছে, পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকরা পরীক্ষা প্রক্রিয়ার বাইরেই থাকছেন, তবে নিজের ছেলেমেয়ে বা কোনও আত্মীয় পরীক্ষার্থী থাকলেও শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে হবে। কিন্তু তারাও পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি পাবেন না। আরও জানান হয়েছে, পরীক্ষার্থীদের মতো শিক্ষক-শিক্ষিকারাও মোবাইল, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর নিজেদের কাছে রাখতে পারবে না।

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল পরীক্ষার আগে প্রতিটি স্কুল স্যানিটাইজ করতে হবে৷ উভয় পরীক্ষার আগে বাধ্যতামূলক ভাবে সাজেশন দিতে হবে৷ সেই সঙ্গে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভি বসানোর নির্দেশও এসেছিল। বড় বিষয় হল উত্তরপত্র। সেটি হারিয়ে যাওয়ার মতো ঘটনা এর আগে অনেক ঘটেছে। তাই তা নিয়েও সতর্ক পর্ষদ। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, উত্তরপত্র প্যাকেট করার সময় সর্বোচ্চ ৭৫টি খাতা একসঙ্গে রাখা যাবে। আর ট্রেনে তা নিয়ে গেলে একটি ব্যাগের ওজন ৫০ কিলোর বেশি করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *