কলকাতা: শিক্ষা মহল থেকে শুরু করে রাজনৈতিক চাপ বাড়ছিল রাজ্যের ওপর। করোনা আবহে বিধিনিষেধ জারি থাকলেও একাধিক পরিষেবায় ছাড় দিয়েছে সরকার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল। এর জন্যই বিরোধিতা প্রবল হচ্ছিল এবং স্কুল-কলেজ খোলার দাবি উঠছিল। সেই প্রেক্ষিতেই হয়তো এবার পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। স্কুল খোলার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। প্রাথমিক ভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: পঠন-পাঠন চালু করার দাবি আরও জোরাল, চাপ বাড়ছে রাজ্যের
সূত্রের খবর, এই প্রস্তাব দিয়ে ইতিমধ্যে রাজ্য শিক্ষা দফতর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকে চিঠি দিয়েছে। সেই প্রস্তাব খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। একই সঙ্গে পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয় নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হবে। তারপরেই এই নিয়ে সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের অনুমান, আগামী কয়েকদিনের মধ্যেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে রাজ্য সরকার। মহারাষ্ট্র এবং মুম্বইয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। অন্যান্য অনেক রাজ্যেও কোভিড বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু বাংলায় করোনা বিধি মেনে বার, রেস্তরাঁ, জিম, এইসব খোলা হলেও স্কুল-কলেজ খোলা হচ্ছে না, তাই ক্ষোভ বাড়ছে।
মাঝে করোনার প্রকোপ একটু কমায় রাজ্যে দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলেছিল। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিও খুলেছিল। কিন্তু নভেম্বরের শেষ থেকে করোনার সংক্রমণ বাড়তে থাকায় ফের সব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত সব বন্ধই রয়েছে। তবে শিশুদের টিকাকরণ শুরু হয়ে যাওয়ার পরও এখনও কেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন ওঠে। ব্যাপক সমালোচিত হয় নবান্ন। অবশেষে সিদ্ধান্ত বদলের কথা ভাবা হচ্ছে।