উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের জন্য সুখবর, পাঁচ বছরের প্রশ্নোত্তরের বই প্রকাশ করল শিক্ষা সংসদ

উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের জন্য সুখবর, পাঁচ বছরের প্রশ্নোত্তরের বই প্রকাশ করল শিক্ষা সংসদ

কলকাতা:  করোনা আবহেই হতে চলেছে আগামী বছরের উচ্চমাধ্যমিক৷ করোনা অতিমারির জেরেই এই বছর উচ্চমাধ্যমিকে প্রতিটি বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে স্কুলের দরজা৷ এই বার দশম ও দ্বাদশে টেস্ট পরীক্ষা নেওয়া হবে না বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ যার জেরে প্রস্তুতি নিয়ে কিছুটা দুঃশ্চিন্তায় ছিল পড়ুয়ারা৷ তবে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর৷ গত পাঁচ বছরের বিভিন্ন বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে বই প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ 

আরও পড়ুন- ‘কর্মই ধর্ম’, বেকারদের কর্মসংস্থানের নতুন দিশা দেখালেন মমতা

সংসদের উদ্যোগে এবং সংসদের অ্যাকাডেমিক বিভাগের তত্ত্বাবধানে এই প্রথম ২০১৫ থেকে ২০১৯ এই পাঁচ বছরের পরীক্ষার প্রশ্নোত্তরের বই প্রকাশ করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে ইংরেজি, সংস্কৃত, নিউট্রিশন, এডুকেশন, ইতিহাস, ভুগোল, পলিটিক্যাল সায়েন্স, দর্শন এবং সোসিওলজি-এই ৯টি বিষয়৷ কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে৷ সেই সমস্যা দূর করতে এবং পড়ুয়া ও অভিভাবকদের চাহিদার কথা  বিবেচনা করেই এই বই প্রকাশ করা হয়েছে৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ও সম্ভাব্য উত্তর সম্পর্কে ধারণা তৈরি করতেই সংসদের এই উদ্যোগ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাসের উপর নমুনা প্রশ্ন সহ প্রশ্নপত্রের প্যাটার্ন নিয়ে কলা ও বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ‘Model Question with Answer key’ এবং বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য ‘Concepts with Sample Question and Solution’ এবং ‘Mock Test Papers’ প্রকাশ করা হয়েছে৷ এই বইগুলি বিপুল ভাবে সমাদৃত হয়েছে ছাত্রছাত্রী মহলে৷   

আরও পড়ুন- বই-খাতা ফেলে তারা ধরেছে সংসারের হাল, ফের কি স্কুল মুখো হবে উত্তরবঙ্গের স্কুলছুটরা?

কোথা থেকে পাওয়া যাবে বইগুলি? সংসদের কেন্দ্রীয় কার্যালয় সহ সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলি থেকে ১ ডিসেম্বর থেকে পাওয়া যাবে৷ বইগুলির দামও সাধ্যের মধ্যেই৷ এই বইগুলি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলেই আশা করছে সংসদ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 6 =