নয়াদিল্লি: করোনা আবহে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ অনলাইনেই চলছে পঠন-পাঠন৷ কবে থেকে ফের স্কুলের দরজা খুলবে তা নিয়ে চিন্তায় ছিল পড়ুয়ারা৷ এবার মিলল স্কুল খোলার ইঙ্গিত৷ আগামী ২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে স্কুল খোলায় ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷ শর্তসাপেক্ষে স্কুলে যেতে পারবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা৷ কী ভাবে ক্লাস নেওয়া হবে, সেই বিষয়ে নির্দিষ্ট গাইডলাইনও ছকে দিল কেন্দ্র৷
আরও পড়ুন- পড়ুয়াদের ব্যাগের ওজন, পরীক্ষার বোঝা কমাবে নতুন শিক্ষানীতি, ভার্চুয়াল ঘোষণা মোদীর
কোভিড পরিস্থিতিতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস নেওয়া হবে৷ পড়ুয়াদের সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা নিতে হবে, তা বিস্তারিত ভাবে গাইডলাইনে উল্লেখ করা থাকবে৷ আনলক ফোর পর্বের নির্দেশিকা মেনেই কনটেনমেন্ট জোনের বাইরে স্কুল খোলার জন্য স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিওর্স (এসওপি) তৈরি করা হয়েছে৷ সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এসওএস মেনেই স্কুল খোলা হবে৷ মন্ত্রকের তরফে টুইট করে বলা হয়, ‘‘নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়দের জন্য আংশিক ভাবে স্কুল খোলার জন্য স্বাস্থ্য মন্ত্রকের তরফে এসওপি জারি করা হল৷’’ স্কুলের ভিতরে ছাত্রছাত্রীরা সঠিক ভাবে নিয়ম মেনে চলছে কি না, সেদিকে নজর রাখবেন শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের অন্যান্য স্টাফরা। গাইডলাইনে বলা হয়েছে-
ক্লাসে ছাত্রছাত্রীদের মধ্যে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে৷ মুখে মাস্ক পরা বাধ্যতামূলক৷ নির্দিষ্ট সময় অন্তর সাবান দিয়ে হাত ধুতে হবে বা স্যানিটাইজ করতে হবে৷ স্কুলের ভিতর প্রকাশ্যে থুথু ফেলা যাবে না৷ কেউ অসুস্থ থাকলে, আগেভাগেই স্কুল কর্তৃপক্ষকে তা জানাতে হবে৷ এছাড়াও বলা হয়েছে, শুধুমাত্র কনটেনমেন্ট জোনের বাইরের স্কুলগুলিই খোলা হবে। কোনও শিক্ষক বা পড়ুয়া যদি কনটেনমেন্ট জোনের বাসিন্দা হন, তাহলে তাঁরা স্কুলে যেতে পারবেন না। যে সমস্ত স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল, সেগুলিকে ভালভাবে স্যানিটাইজ করার পরই ক্লাস নেওয়া শুরু হবে। তবে ছাত্রছাত্রীদের জন্য স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়৷ তারা চাইলে অনলাইনেও ক্লাস করতে পারবে৷ অভিভাবকদের লিখিত অনুমতি নিয়েই স্কুলে আসতে হবে৷ আপাতত ৫০ শতাংশ কর্মী নিয়েই স্কুলের কাজ চালাতে হবে।
আরও পড়ুন- টোটো জনজাতির ছাত্রীদের স্কুলমুখো করে জাতীয় পুরস্কার পেলেন বাংলার শিক্ষিকা
স্কুল খুললেও এখন প্রার্থনা বা স্কুলের মাঠে খেলা করা যাবে না৷ সকলকে দূরে দূরেই থাকতে হবে৷ এছাড়াও ক্লাসে কিংবা স্টাফ রুমে এসি চালানো হলে তার তাপমাত্রা কেন্দ্রের গাইডলাইন মেনে ২৪ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই রাখতে হবে।