৮ হাজারের বেশি স্কুল বন্ধ করছে সরকার! গর্জে উঠল ‘সেভ এডুকেশন কমিটি’

৮ হাজারের বেশি স্কুল বন্ধ করছে সরকার! গর্জে উঠল ‘সেভ এডুকেশন কমিটি’

কলকাতা: পড়ুয়ার সংখ্যা কম থাকার অজুহাতে কয়েক হাজার স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। আর সেই ইস্যুতেই গর্জে উঠেছে ‘সারা বাংলা সেভ এডুকেশন কমিটি’। সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ মিত্র এই ব্যাপারে তীব্র প্রতিবাদ করেছেন এবং দাবি করেছেন সরকার অপপ্রচার চালাচ্ছে স্কুল বন্ধ করার যুক্তি নিয়ে। 

আরও পড়ুন- কীভাবে উত্থান মানিকের? জানেন কত সম্পত্তির মালিক তিনি?

এই সংগঠন দাবি করেছে, উচ্চ প্রাথমিকে ১ হাজার ৩৬২ টি এবং প্রাথমিকে ৬ হাজার ৮৪৫ টি স্কুল মিলিয়ে রাজ্য সরকার ৮ হাজার ২০৭ টি স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। এক বিবৃতি দিয়ে ‘সারা বাংলা সেভ এডুকেশন কমিটি’ জানিয়েছে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় স্কুল খোলা তো দূরের কথা বরং রাজ্য সরকার শিক্ষার মূল সত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি (২০২০) অনুসরণে কম ছাত্র যুক্ত স্কুল বন্ধ করার পরিকল্পনা করছে। এই বিষয় নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, এই ঘটনা শিক্ষার বেসরকারিকরণের গতিকেই ত্বরান্বিত করবে এবং সাধারণ মানুষকে শিক্ষা কিনতে বাধ্য করা হবে।