কলকাতা: একুশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে জুন মাসে করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার৷ পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী বছর ১ জুন থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ চলবে ১০ জুন পর্যন্ত। এর পরেই হবে উচ্চ মাধ্যমিক। কিন্তু ফের বদলাতে পারে উত্তমাধ্যমিকের সূচি৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে সূচি বদলের আর্জি জানিয়েছেন স্বয়ং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
আরও পড়ুন- অতিরিক্ত দু’দিন ছুটি, বেড়েছে পূজা বকাশ, নতুন শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ্যে
জানা গিয়েছে, আগামী বছর ৩০ জুনের পরীক্ষা অন্য দিন নেওয়ার আর্জি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ কারণ এই দিন সারা দেশজুড়ে পালিত হয় হুল দিবস৷ আর উৎসবের দিন পরীক্ষা নেওয়ার পক্ষপাতি নয় সরকার৷ সে কারণেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে সূচি বদলের আর্জি জানিয়েছেন তিনি৷ গত বৃহস্পতিবার আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে সংসদ। সেই সূচি অনুসারে ৩০ জুন রয়েছে সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্টের পরীক্ষা৷ ওই দিনের পরীক্ষাগুলি অন্য দিন গ্রহণের জন্য সংসদের কাছে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শীঘ্রই মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে৷
আরও পড়ুন- সুনীলকে ‘আক্রমণ’, অমিত শাহকে চিঠি কৈলাশের, অভিযুক্ত তৃণমূল
করোনা আবহে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল কলেজ৷ ক্লাস চলছে অনলাইনে৷ এই অবস্থায় ঠিক মতো ক্লাসই করতে পারেনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রার্থীরা৷ অনেক স্কুলে পাঠ্যক্রমও শেষ হয়নি৷ তার উপর এপ্রিল-মে মাসে রয়েছে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন৷ ফি বছর ফেব্রুয়ারি-মার্চ মাসেই হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক৷ কিন্তু সেই সময় পরীক্ষা হলে প্রচারেও সমস্যা হবে৷ তাই সব দিক ভেবেই পরীক্ষা পিছিয়ে জুন মাসে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷