কলকাতা: রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদে পুনরায় মানিক ভট্টাচার্যকে নিয়োগ করল রাজ্য সরকার। সোমবার এই মর্মে স্কুল শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে৷ আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি৷ অনেকে অবশ্য এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন৷ যদিও শিক্ষা দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, জনপ্রতিনিধি হলে এই পদে বসা যাবে না, এমন কথা আইনে উল্লেখ নেই৷
আরও পড়ুন- মূল্যায়নে গুরুত্ব নবম-একাদশে, নম্বর বাড়ানোর চাপে নাজেহাল প্রধান শিক্ষকরা
বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়মানুযায়ী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মানিক ভট্টাচার্য। এদিন রাজ্য স্কুল শিক্ষা দফতর নতুন করে বিজ্ঞপ্তি জারি করে তাঁকে পুনরায় শিক্ষা সংসদের সভাপতি পদে নিয়োগের কথা জানাল। ইতিমধ্যেই বিধানসভা ভোটেও জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মানিকবাবু। নদীয়ার পলাশীপাড়া থেকে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন৷ তাঁকেই যে ফের প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে জল্পনা চলছিল৷ সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷
আরও পড়ুন- নয়া মূল্যায়ন পদ্ধতির ফায়দা তুলে মাধ্যমিক পাশ করতে চাইছে লক্ষাধিক ‘ভুয়ো’ পরীক্ষার্থী
এদিকে রাজ্য ১০ হাজার ৫০০টি শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে৷ এই বিরাট কর্মযজ্ঞে মানিক বাবুর অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে৷ আগামী মঙ্গলবার কাউন্সিলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ করা হবে৷ কী ভাবে, কোথায় কাউন্সিলিং হবে, সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানানো হবে৷ কাউন্সিলিংয়ের পরেই প্যানেল তৈরি করা হবে৷ এর পর জেলা ভিত্তিক রেকমেন্ডেশন পাঠিয়ে চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানান মানিকবাবু৷