কলকাতা: করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী৷ আশঙ্কার মেঘ দেখছেন তিনি৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সারা দেশজুড়ে তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে৷ বাড়ছে ওমিক্রন সংক্রমণ৷ এই অবস্থায় স্কুল কলেজ খোলা থাকবে কিনা, তা পর্যালোচনা করে দেখতে হবে৷ সামনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷’’
আরও পড়ুন- দুয়ারে সরকার থেকেই তিন শ্রেণির টিকাকরণ! ভাবনা রাজ্যের
এদিনের বৈঠকে মণীশ জৈনকে মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাতে খেয়াল রাখতে হবে।এই সময় স্কুল, কলেজ খোলা রাখা যায় কি না, তা দেখতে হবে। কারণ সামনেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক৷ পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে ফের স্কুল বন্ধ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। করোনা পরিস্থিতি খতিয়ে দেখে স্কুল-কলেজ চালু থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মুখ্যসচিবকে বলেন তিনি৷
প্রসঙ্গত, দীর্ঘ দিন বন্ধ থাকার পর ১৬ নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হয়েছিল৷ ধীরে ধীরে বাকি ক্লাসগুলিও চালু করা হবে বলে ইঙ্গিত মিলেছিল৷ কিন্তু ফের বাধ সাধল করোনা কাঁটা৷ উল্লেখ্য, করোনার দাপটে গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ অভ্যন্তরী মূল্যায়নের ভিত্তিতে মার্কশিট দেওয়া হয় পড়ুয়াদের৷ এবারও পরিস্থিতি সঙ্গীন হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷