কলকাতা: আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা শেষ হলেই উচ্চ মাধ্যমিক। কিন্তু এই বছর একটা বিষয় লক্ষ্য করার মতো যে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তুলনায় মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কম! তথ্য বলছে, গত বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষের ওপর পড়ুয়া। আর এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় সাড়ে আট লক্ষ পড়ুয়া। কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবে ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। কিন্তু এমনটা কেন?
আরও পড়ুন- মাধ্যমিকে অঙ্কে ভয়? পরীক্ষার খাতায় কী ভাবে উত্তর লিখতে হবে? পুরো নম্বর পাওয়ার কৌশলই বা কী?
বিশেষজ্ঞদের মতে, এই অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে করোনা ভাইরাস অতিমারির জন্য। কারণ সংক্রমণ চলাকালীন বা লকডাউনের জন্য অনলাইন পঠনপাঠন হয়েছে। আর অনেক পড়ুয়া প্রস্তুতির অভাবে বা টেস্ট পরীক্ষায় সফল না হওয়ায় পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেননি। তাই প্রাথমিকভাবে প্রায় ৯ লক্ষ পড়ুয়া নথিভুক্ত হলেও তারা সকলে পরীক্ষায় বসছে না। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই মন্তব্য করেছেন যে, গোটা ব্যাপারটি এটাই প্রমাণ করে যে, ভার্চুয়াল পঠন-পাঠন কখনও ক্লাসরুম শিক্ষার বিকল্প হয় না। তাই আদতে এই বিষয়টি যে শিক্ষার প্রসারের ক্ষেত্রে একদমই ভালো নয় তা হলফ করে বলা যায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”তিন-তিনটে অ্যাপ বানিয়ে তাক লাগাল ৮ বছরের প্রসন্ন! 8-year-old Rishi Shiv Prasanna develops apps” width=”560″>
প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এবছরের মাধ্যমিক পরীক্ষা মোট ২ হাজার ৮৬৭টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। নজরদারির দায়িত্বে থাকছেন ৪০ হাজার পরীক্ষক। ইতিমধ্যেই ২১টি জেলায় পৌঁছে গিয়েছে প্রশ্নপত্র। পর্ষদ জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে তার দু’দিন আগেই অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি দিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে তথ্যগত কোনও ভুল থাকলে তা সংশোধন করার জন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।