জেইই মেন নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর, কী পরিবর্তন করা হল?

জেইই মেন নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর, কী পরিবর্তন করা হল?

নয়াদিল্লি: জয়েন্ট এনট্রান্স এগজামিনেশন (জেইই- মেন) নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্কের৷ ২০২১ সালে বছরে চার বার জেইই-মেন পরীক্ষা হবে বলে জানালেন তিনি৷ ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে পরীক্ষা৷ 

আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ও নম্বর বিভাজনের বিজ্ঞপ্তি পর্ষদের

বৃহস্পতিবার অনলাইনে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় সময় এ কথা জানান শিক্ষামন্ত্রী৷ এদিন আলোচ্য বিষয় ছিল বোর্ড এবং প্রবেশিকা পরীক্ষা৷ বলে রাখা ভালো সাধারণত বছরে দু’বার জেইই-মেন পরীক্ষা নেওয়া হয়ে থাকে৷ এদিন পোখারিয়াল বলেন, ‘‘বছরে চার বার জয়েন্ট এন্ট্রান্স এগজাম (জেইই)-মেন পরিচালনা করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে৷ ২০২১ সালে ফেব্রুয়ারির শেষ থেকে পরীক্ষা শুরু হবে৷ তারপর মার্চ, এপ্রিল এবং মে মাসে পরীক্ষা নেওয়া হবে৷ প্রতিবারই তিন-চার দিন করে পরীক্ষা চলবে৷’’ তিনি জানান, কোভিড পরিস্থিতিতে কোনও পরীক্ষার্থীকে যাতে পরীক্ষায় বসার সুযোগ হারাতে না হয়, সে কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷  

তবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা জেইই (মেন ২০২১) পরীক্ষার সিলেবাস কমানোর জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি৷ অনলাইনে পরীক্ষা নেওয়ার সম্ভাবনাও খারিজ করে দিয়েছেন৷ সিবিএসসি দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সিলেবাস কমানোয় জেইই-র সিলেবাস হ্রাস করা নিয়েও জল্পনা তৈরি হয়েছিল৷ এদিন পোখারিয়াল বলেন, ‘‘গত বছরের মতো জেইই-র সিলেবাস একই থাকবে৷ ছাত্রছাত্রীদের ৯০টি প্রশ্নের (৩০টি করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক) মধ্যে ৭৫ টি প্রশ্নের (২৫টি করে  ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক) উত্তর দেওয়ার প্রস্তাবটি বিবেচনা করে দেখা হচ্ছে৷’’ 

আরও পড়ুন-কমছে XI শ্রেণির সিলেবাস, সংসদের বিজ্ঞপ্তির পরও কাটল না ধোঁয়াশা!

দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা কবে হবে? এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, খুব শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে৷ এই বিষয়ে আলোচনা চলছে৷ বোর্ড পরীক্ষা এবং প্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার দিনক্ষণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সিবিএসই৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *