কমছে XI শ্রেণির সিলেবাস, সংসদের বিজ্ঞপ্তির পরও কাটল না ধোঁয়াশা!

কমছে XI শ্রেণির সিলেবাস, সংসদের বিজ্ঞপ্তির পরও কাটল না ধোঁয়াশা!

কলকাতা: প্রায় ৯ মাস হতে চলল৷ করোনা প্যান্ডেমিকের জেরে বন্ধ রয়েছে স্কুল৷ এই পরিস্থিতিতে চলতি বছরের জন্য ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা না নিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ করোনা পরিস্থিতির জেরে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায়৷ এবার একাদশ শ্রেণির পড়ুয়াদের কিছুটা স্বস্তি দিয়ে সিলেবাস কমানোর বিজ্ঞপ্তি প্রকাশ করল সংসদ৷ তবে, বেশ কিছু বিষয়ে সিলেবাস কমলেও ইংরেজির মতো বিষয়ে এখনও সিলেবাস কাটছাঁটের কোনও বিস্তারিত তথ্য দিতে পারেনি সংসদ৷

আগামী বছর কবে পরীক্ষা হবে, তা নিয়ে এখনও কোনও সূচি চূড়ান্ত না হলেও ইতিমধ্যেই প্রজেক্টের নম্বর নিয়ে প্রধান শিক্ষকদের নয়া নির্দেশ দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ কবে প্রকাশিত হতে পারে আগামী বছরের পরীক্ষা সূচি? সংসদের নয়া বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হ৷য়েছে নয়া জল্পনা৷

আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণিতে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ কোন কোন বিষয় বাতিল করা হয়েছে, তার তালিকাও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে৷ ১৯টি বিষয়ে বেশ কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে৷ তবে, ইংরেজির মতো বিষয়ে সিলেবাস কাটছাঁটের কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সংসদ৷ পরবর্তী সময়ে তা জানিয়ে দেওয়া হবে৷ তবে, কেন ইংরেজির মতো বিষয়ে কতটা কমছে সিলেবাস, তা কেন এখনও জানানো হল না? বিভ্রান্ত পড়ুয়াদের একাংশ৷ কেননা, কবে পরীক্ষা হবে, তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি৷ তার উপর গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজিতে কতটা সিলেবাস কমছে, তার এখন স্পষ্ট না হওয়ায় পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ৷

সিলেবাস কমানোর বিজ্ঞপ্তি প্রসঙ্গে  শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘আজ সংসদের বিজ্ঞপ্তিতে ইংরেজি বিষয়-সহ কয়েকটি বিষয়ের সিলেবাস জানানো হয়নি৷ পরে জানানো হবে বলে জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তি যখন প্রকাশ করা হল, তখন একসঙ্গে সমস্ত বিষয়ের সিলেবাস বিজ্ঞপ্তিতে থাকা উচিত ছিল৷ ছাত্র-ছাত্রীদের প্রস্তুতির জন্য মাধ্যমিক, একাদশ শ্রেণি এবং উচ্চমাধ্যমিকের ফাইনাল পরীক্ষার রুটিন দ্রুত প্রকাশ করা হোক৷’’

সংসদের বিজ্ঞপ্তি

গত মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা-সহ সম্পূর্ণ সূচি যথা সময়ে সংসদের ওয়েবসাইটে প্রকাশিত হবে৷ কিন্তু প্রশ্ন উঠছে, ‘যথা সময়’ বলতে আদতে আরও কত সময় বোঝাতে চাইছে সংসদ? কবে প্রকাশিত হবে পরীক্ষা সূচি? দীর্ঘ বছর ধরে ফল প্রকাশের দিন পরবর্তী বছরের পরীক্ষা সূচি প্রকাশিত হয়ে এসেছে৷ কিন্তু, গত দু’বছর ফল প্রকাশের দিন পরীক্ষা সূচি প্রকাশ হয়নি৷ ফলে, বাড়ছে বিভ্রান্তি৷ চলতি বছরে করোনা আবহে ফল প্রকাশ করা হলেও এখনও ২০২১ সালের সূচি এখনও চূড়ান্ত হয়নি৷ একদিকে করোনার জেরে পঠনপাঠনে সমস্যা, অন্যদিকে পরীক্ষার দিনক্ষণে ধোঁয়াশা, সব মিলিয়ে চূড়ান্ত বিপাকে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা৷

সংসদের বিজ্ঞপ্তি

কেননা, টানা ৮-৯ মাস বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ হয়ে রয়েছে৷ ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এবার একদিনও ক্লাস নেওয়া সম্ভব হয়নি৷ মাধ্যমিকে ক্লাস হয়েছে মেরেকেটে মাত্র আড়াই মাস৷ ফলে, একদিনও ক্লাস না করিয়ে কীভাবে হবে পরীক্ষা? পড়ুয়া ও অভিভাবক মহলে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ তার উপর আগামী বছর কবে পরীক্ষা, তার দিনক্ষণ এখনও চূড়ান্ত না হওয়ায় পরীক্ষার প্রস্তুতি নিতে চূড়ান্ত সমস্যায় পড়েছেন পড়ুয়ারা৷ সিলেবাস কমেছে বটে, পরীক্ষা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে ২১-এর মহানির্বাচন৷ আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ রাজ্য বিধানসভা নির্বাচন হতে পারে৷ তারপর রয়েছে করোনা পরিস্থিতি৷ স্কুলশিক্ষা দফতর সূত্র খবর, ভোট পর্ব মিটলে জুন নাগাদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যেতে পারে৷ তবে, তা এখনও চূড়ান্ত না হওয়ায় অব্যাহত ধোঁয়াশা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =