JEE Main: হয়ে গেল বাকি ২ পরীক্ষার সূচি ঘোষণা

JEE Main: হয়ে গেল বাকি ২ পরীক্ষার সূচি ঘোষণা

fbc436c31a2c6a3592d2efedc79e6096

নয়াদিল্লি: চলতি বছর ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি ও ১৬ থেকে ১৮ মার্চ যথাক্রমে জেইই মেন-এর প্রথম এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা হয়। ২৭ থেকে ৩০ এপ্রিল তৃতীয় এবং ২৪ থেকে ২৮ মে চতুর্থ সেশনের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু দেশের করোনা ভাইরাস পরিস্থিতির জন্য তা স্থগিত হয়ে যায়। এবার সেই বাকি ২ পরীক্ষার সূচি ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এদিন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানান, জুলাই ও অগস্ট মাসে জেইই মেন-এর তৃতীয় ও চতুর্থ সেশনের পরীক্ষা হবে।

আজ এই পরীক্ষার সূচি ঘোষণা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, জেইই মেন-এর তৃতীয় সেশনের পরীক্ষা ২০ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে হবে। অন্য দিকে চতুর্থ সেশনের পরীক্ষা হবে ২৭ জুলাই থেকে ২ অগস্টের মধ্যে। একই সঙ্গে তিনি এও জানান, যে যদি কেউ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এর আগে জেইই মেন-এ বসার জন্য আবেদন না করে থাকেন, তাহলে এবার তৃতীয় পর্বের পরীক্ষার জন্য ৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে আবেদন করা যাবে, আর চতুর্থ পর্বের পরীক্ষার জন্য ৯ থেকে ১২ জুলাইয়ের মধ্যে আবেদন করা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, রেজিস্ট্রেশনের সময় পরীক্ষার সেন্টার বদল করতে পারবেন পরীক্ষার্থীরা। ৯ অগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হবে বলে জানান হয়েছে। 

 

আরও পড়ুন- ‘BJP বাম-কংগ্রেসের মতো হবে না’, বিরোধী মোকাবিলায় ‘নতুন ছাত্রদের’ মন্ত্র দিল তৃণমূল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *