ব্রিটেনে বিনামূল্যে টিকা পাবেন ভারতীয় পড়ুয়ারা, লাগবে না নিভৃতবাসের খরচ

ব্রিটেনে বিনামূল্যে টিকা পাবেন ভারতীয় পড়ুয়ারা, লাগবে না নিভৃতবাসের খরচ

কলকাতা:  করোনা পরিস্থিতিতেও লন্ডনে উচ্চশিক্ষার জন্য পা বাড়াচ্ছেন বাঙালি পড়ুয়ারা৷ পড়ুয়াদের বিলেত পাড়ি দেওয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার দাবি ২০১৯ এর তুলনায় ২০২০-২১ এ ইংলন্ডে যাওয়ার আবেদনের সংখ্যা বেড়েছে৷ আশার বার্তা এসেছে বিদেশ বিভুঁই থেকেও৷ ভারতের পড়ুয়ারা ব্রিটেনে গেলেও মিলবে বিনামূল্যে ভ্যাকসিন৷ নিয়ম মেনে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হলেও, তার খরচও পরে দিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর৷ 

আরও পড়ুন- পরীক্ষা না দিয়েই ফেল? উচ্চমাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়াদের রিপোর্ট তলব সংসদের

স্বপ্ন পূরণের হাতছানি দিচ্ছে ব্রিটেন৷ করোনায় বন্দী জীবন থেকে মুক্ত আকাশে ডানা মেলার অপেক্ষা৷ শহরের বিদেশ যাত্রার পরিসংখ্যান বলছে, বিদেশ পাড়ি দিতে চাইছেন অনেকেই৷ অনেকেই সেই মতোই নিজেকে প্রস্তুত করেছেন৷ কিন্তু এর মাঝে চলে এসেছে ভ্যাকসিন৷ করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা হবে না তো? ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে বিদেশি পড়ুয়াদের চিন্তার কোনও কারণ নেই৷ ১৮ বছর বা তার ঊর্ধ্বে যে কেই ব্রিটেনে এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে৷ তাঁর নাগরিকত্ব বা ইমিগ্রান্ট স্টেটাস যাই হোক না কেন৷ কোভিড ভ্যাকসিনের জন্য কাউকে অর্থ ব্যয় করতে হবে না৷  

আরও পড়ুন- উচ্চমাধ্যমিকের পর মাদ্রাসা বোর্ডেও প্রথম মুর্শিদাবাদের ছাত্রী

লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের সহকারী প্রাধান শিবানী ভাল্লা বলেন, যদি নিজের দেশে কারও ভ্যাকসিন না হয়ে থাকে, তাহলে ব্রিটেনে আসার পর তাঁকে টিকা দেওয়া হবে৷ করোনার ডেল্টা স্ট্রনের আতঙ্ক রয়েছে ব্রিটেনেও। ব্রিটেনে যাওয়ার আগে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা দরকার৷ চিকিৎসকরা বলছেন , যাঁরা অবিলম্বে ব্রিটেনে যেতে চান তাঁরা যেন কোভিশিল্ড ভ্যাকসিনটা নিয়ে নেন৷ সেক্ষেত্রে ব্রিটেনে গেলে অন্য ভ্যাকসিন নেওয়ার প্রশ্ন আসবে না৷
এমনিতে ভারত থেকে কেউ ব্রিটেনে গেলে নিজের খরচায়  ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে৷ যার খরচ ১ লক্ষ ৮০ হাজার টাকা৷ তবে ইংলন্ডের ৪০টি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 11 =