তৃতীয়বারের প্রচেষ্টায় UPSC-তে প্রথম বিহারের ছেলে, ভালো থাকুক গরিব মানুষগুলো, স্বপ্ন শুভমের

তৃতীয়বারের প্রচেষ্টায় UPSC-তে প্রথম বিহারের ছেলে, ভালো থাকুক গরিব মানুষগুলো, স্বপ্ন শুভমের

357a2bcba549a9f4733e587f8ffa3073

নয়াদিল্লি: দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষার ফল৷ তাতে প্রথম হয়েছেন শুভম কুমার৷ তাঁর মোট প্রাপ্ত নম্বর ১০৫৪ (৮৭৮+১৭৬)৷ দ্বিতীয় স্থানে থাকা জাগৃতির প্রাপ্ত নম্বর ১০৫২ (৮৫৯+১৯৩)৷ এবং তৃতীয় স্থানাধিকারী অঙ্কিত পয়েছেন ১০৫১ (৮৩৯+২১২)৷ পাশ করেছেন মোট ৭৬১ জন৷  তাঁদের মধ্যে ৫৪৫ জন পুরুষ ও ২১৬ জন মহিলা৷ 

আরও পড়ুন- পরীক্ষা ১০০ নম্বরের, কেউ পেলেন ২০০, কেউ আবার ১৯৮!

তিন বারের প্রচেষ্টায় ইউপিএসসি-তে প্রথম স্থান দখল করেছেন ২৪ বছরের শুভম৷ ২০১৮ সালে প্রথমবার সিভিস সার্ভিস পরীক্ষায় বসেন তিনি৷ কিন্তু সে বার সাফল্য ধরা দেয়নি৷ ২০১৯ সালে ফের পরীক্ষায় বসেন এবং সিভিল সার্ভিস পাশ করে ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিসের জন্য সিলেক্ট হন৷ ২০২০ সালের ফের ইউপিএসসি-তে বসেন এবং প্রথম স্থান দখল করে নেন আইআইটি বম্বে থেকে ব্যাচেলর অফ টেকনোলজি (সিভিল ইঞ্জিনিয়ারিং) স্নাতক শুভম কুমার৷ সিভিল সার্ভিসে তাঁর ঐচ্ছিক বিষয় ছিল নৃতত্ত্ব৷

 আরও পড়ুন- সিদ্ধান্ত কঠিন ছিল! স্বপ্ন পূরণে চাকরি ছেড়ে UPSC চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় জাগৃতি

বিহারের কাটিহারের ছেলে শুভম কুমার বর্তমানে ন্যাশনাল অ্যাকাডেমি অফ ডিফেন্স ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, পুণে থেকে ট্রেনিং নিচ্ছিলেন৷ তিনি বলেন, ‘‘আমরা স্বপ্ন ছিল আইএএস হওয়া৷ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষের জন্য আরও বেশি করা কাজ করার সুযোগ পাওয়া যায়৷ এটা আমার উপলব্ধি৷ আমি সুবিধা বঞ্চিত, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই৷’’ শুভম বলেন, যতদিন তিনি চাকরি করবেন, ততদিন দারিদ্র দূরীকরণ ও গ্রামোন্নয়নের কাজ কাজ করে যেতে চান৷ শুভম মনে করেন, ‘‘এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে আমরা সবাই বঞ্চিত অবহেলিতদের উন্নয়নের জন্য, তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য  কাজ করতে পারি।’’   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *