সিদ্ধান্ত কঠিন ছিল! স্বপ্ন পূরণে চাকরি ছেড়ে UPSC চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় জাগৃতি

সিদ্ধান্ত কঠিন ছিল! স্বপ্ন পূরণে চাকরি ছেড়ে UPSC চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় জাগৃতি

নয়াদিল্লি:  ছোট বেলায় চোখ বুজলেই ধরা দিত একটা স্বপ্ন৷ সরকারের বড় আমলা হয়ে মানুষের কাজ করছেন তিনি৷ ছেলেবেলার সেই স্বপ্নই যেন সত্যি হল তাঁর৷ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সার্ভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় ও মেয়েদের মধ্যে প্রথম হলেন জাগৃতি আওয়াস্তি৷ দ্বিতীয় প্রচেষ্টাতেই সফলতা ধরা দিল হাতের মুঠোয়৷ এখন তাঁর একটাই ইচ্ছা, গ্রামীণ এলাকার উন্নয়ন সাধন৷ 

আরও পড়ুন- আইআইটি মাদ্রাজে ভর্তি শুরু

jagriti

পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জাগৃতি বলেন, ‘‘ভোপালে মৌলনা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বি-টেক করার পর আমি ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড (ভেল)-এ কাজ শুরু করি৷ ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত সেখানে কাজ করেছি৷ কিন্তু আমার স্বপ্ন ছিল জেলা শাসক হয়ে সমাজের উন্নয়নে কাজ করা৷’’ ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরি পেলেও কঠোর ভাবে সিভিল সার্ভিসের প্রস্তুতি চালিয়ে গিয়েছেন জাগৃতি৷ কিন্তু প্রথম প্রচেষ্টাতে সফলতা ধরা দেয়নি জাগৃতির হাতে৷ এর পরেই ভেল-এর চাকরি ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন তিনি৷ 

আরও পড়ুন- এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

jagriti

জাগৃতি বলেন, ‘‘আমি প্রথমে ইঞ্জিনিয়র হতে চেয়েছিলাম৷ তাই ইলেকট্রনিক ইঞ্জিনিয়র হিসাবে কাজ শুরু করি৷ কিন্তু সমাজের প্রতি কিছু করার ইচ্ছা পিছু তাড়া করছিল৷’’ তাঁর কথায়, ‘‘২০১৯ সালে ভেলে’র চাকরিটা ছেড়ে দিই৷ কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না৷ এর পর শুরু হয় আরও কঠিন লড়াই৷ কঠোর পরিশ্রম৷ এর পর করোনা পরিস্থিতি তৈরি হয়৷ ফলে নিজেকে তৈরি করার আরও কিছুটা সময় পেয়ে যাই৷ সেই সময় কোচিং সেন্টারগুলি সব বন্ধ ছিল৷ তাই বাড়িতে ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা শুরু করি৷ পরীক্ষার ২ মাস আগে ১২ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা করেছি৷’’ যাঁরা সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চান, তাঁদের উদ্দেশে জাগৃতির একটাই মন্ত্র, ‘কঠিন পরিশ্রম এবং আত্মবিশ্বাসই সাফল্যের শিকড় ছুঁতে সাহায্য করবে’৷ 
  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =