কলকাতা: করোনা ভাইরাস পরিস্থিতির মাঝেই এবার অফলাইনে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। টানা দু’বছর পরীক্ষা দেওয়া তো দূর, স্কুলে গিয়ে এক সঙ্গে ক্লাস করা হয়নি কারোর। তবে এবার খুলে গিয়েছে রাজ্যের স্কুল-কলেজ। পরীক্ষাও হবে আগের মতোই। সেই প্রেক্ষিতে কোভিড বিধি মেনে কী ভাবে পরীক্ষা, তার জন্য নির্দেশিকা দেওয়া হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। স্পষ্ট জানান হয়েছে, সমস্ত কোভিড বিধি মেনেই পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। পাশাপাশি বিধি মেনেই স্কুলগুলিকে পরীক্ষার আয়োজন করতে হবে।
আরও পড়ুন- স্কুল শিক্ষায় বেসরকারিকরণ? অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে নির্দেশিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, পারস্পরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে দু’জন করে পরীক্ষার্থী বসানোর ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। এদিকে যদি মনে করা হয় যে কোনও পরীক্ষার্থী করোনা বা অন্য কোনও সংক্রামক রোগে আক্রান্ত, তাহলে তাকে আলাদা বসানো যেতে পারে। এছাড়া, তার পরীক্ষার খাতাও বাকি সবার থেকে আলাদা রাখতে হবে এবং তার উত্তরপত্র বিভাগের সহ-সচিবের কাছে আলাদা খামে ভরে পাঠাতে হবে। একই সঙ্গে এই নির্দেশিকায় জানান হয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে এবং ৫০ মিটারের মধ্যে কোনও অবাঞ্ছিত কাউকে ঢুকতে দেওয়া যাবে না। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা, ভিড়, উত্তেজনা আটকাতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও বলা হয়েছে, সঠিক অ্যাডমিট কার্ড না দেখাতে পারলে পরীক্ষাকেন্দ্রে কোনও পড়ুয়াকে ঢুকতে দেওয়া যাবে না। আর অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছে এমন পড়ুয়া ধরা পড়লে তার উত্তরপত্র বাতিল হবে। তাছাড়া প্রত্যেক বছরের মতো প্রবেশের অনুমতিপত্র বা অ্যাডমিট কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নিয়ম একই ভাবে মেনে চলতে হবে সকলকে। শুধু এবার পরীক্ষার্থীরা তাদের নিজের স্কুলেই পরীক্ষা দেবে। উল্লেখ্য, চলতি বছর ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ ২০ এপ্রিল।