উপাচার্যের নামে ছাত্র-কর্মীদের ভুয়ো ই-মেল পাঠিয়ে নানা দাবি, প্রতারণার অভিযোগ থানায়

উপাচার্যের নামে ছাত্র-কর্মীদের ভুয়ো ই-মেল পাঠিয়ে নানা দাবি, প্রতারণার অভিযোগ থানায়

কল্যাণী: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে যখন তোলপাড় গোটা রাজ্য, তখন কল্যাণী বিশ্ববিদ্যালয় জেরবার ভুয়ো ই-মেল চক্রে৷ একেবারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরের নামে পাঠানো হল ভুয়ো ই-মেল৷  ভুয়ো ই-মেল পাঠিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা  পাওয়ার ছক কষেছিল অভিযুক্ত ব্যক্তি৷ উপাচার্জের নাম করে ই-মেল পাঠানো হচ্ছিল ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের কর্মী সহ অন্যান্যদের৷ চাওয়া হচ্ছিল বিভিন্ন রকম সুযোগ-সুবিধা৷ বিষয়টি গোচরে আসতেই তড়িঘড়ি কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ৷

আরও পড়ুন- উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, আর কিছুক্ষণের মধ্যে ভিজতে চলেছে দক্ষিণও

জানা গিয়েছে, কোনও এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি মিলে এই চক্রান্তের জাল বুনেছে৷ উপাচার্যের অফিসের নাম করে ছাত্রদের কাছ ই-মেলে পাঠিয়ে চাওয়া হচ্ছিল নানা রকম সুযোগ-সুবিধা৷ যেমন এক ছাত্রের কাছে মেল পাঠিয়ে চার-চারটি গিফট কার্ড চাওয়া হয়৷ এবং প্রতিটি কার্ডের দাম প্রায় সাড়ে সাত হাজার টাকা৷ এই ই-মেল পাওয়ার পরেই খটকা লাগে ওই ছাত্রের৷ তিনি সরাসরি উপাচার্যকে ফোন করে এই ই-মেলের কথা বলেন৷ ছাত্রের মুখ থেকে এ হেন ই-মেলের কথা শুনে হতবাক হয়ে যান উপাচার্য৷ তিনি ওই ই-মেল এর স্ক্রিন শট চেয়ে পাঠান৷ এর পরেই শনিবার গোটা বিষয়টি সামনে আসে৷ 

আরও পড়ুন- ‘এর সঙ্গে BJP জড়িত নয় তো?’ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে একহাত নিলেন জ্যোতিপ্রিয়

জানা যায়, এমন কোনও ইমেল পাঠানো হয়নি উপাচার্যের দফতর থেকে৷ তবে কারা এই ধরনের ই-মেল পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই বেশ কেয়কজন এই প্রতারণার চক্রে পা দিয়েছেন৷ তবে বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি রেজিস্টারের মাধ্যমে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিশও জারি করা হয়েছে৷ উপাচার্য মানস সান্যাল বলেন, “ গোটা বিষয়টি অত্যন্ত অস্বস্তিকর। অসৎ উদ্দেশেই যে ই-মেল আইডি তৈরি করা হয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ করা হয়েছে৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =