উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, আর কিছুক্ষণের মধ্যে ভিজতে চলেছে দক্ষিণও

উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, আর কিছুক্ষণের মধ্যে ভিজতে চলেছে দক্ষিণও

কলকাতা:  ফের বাংলার আকাশে বৃষ্টির ভ্রুকুটি৷ টানা বৃষ্টির হাত থেকে সামান্য রেহাই মিলেছিল৷ কিন্তু ফের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা। বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গেও৷ তবে অপেক্ষাকৃত কম৷ ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ঝাড়খণ্ডের উপর যে ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরেই ভিজবে বাংলা৷ হাওয়া অফিস বলছে, আগামী ৪৮ ঘণ্টা ঝাড়খণ্ডের উপরেই অবস্থান করবে ঘূর্ণাবর্ত৷  

আরও পড়ুন- ‘এর সঙ্গে BJP জড়িত নয় তো?’ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে একহাত নিলেন জ্যোতিপ্রিয়

 
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশের মুখ থাকবে ভার৷ মাঝে মধ্যে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে অঝোর ধারায় বৃষ্টির পূর্বাভাস নেই৷ মেঘ থাকায়, সূর্যের ঝলক বিশেষ দেখা যাবে না৷ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্র থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়ায়৷ সর্বনিম্ন তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি৷ অন্যদিকে, আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ৷ সর্বনিম্ন পরিমাণ ৬৮ শতাংশ৷ রবিবার তেমন ভাবে ভিজতে না হলেও সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে বঙ্গে৷ আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত হবে৷ 

আরও পড়ুন- টিকা জালিয়াতি-কাণ্ডে শুভেন্দুর হানা, আঁটোসাঁটো স্বাস্থ্য ভবনের নিরাপত্তা

মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস৷ আবার ৩০ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হবে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে৷ এই তিন জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ ভারী বৃষ্টিতে পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে৷ আবার বাড়তে পারে নদীর জলস্তর৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − fourteen =