নয়া শিক্ষানীতিতে মাতৃভাষায় জোড়, বাংলা সহ ৫ ভাষায় পঠনপাঠন ইঞ্জিনিয়ারিং কলেজে

নয়া শিক্ষানীতিতে মাতৃভাষায় জোড়, বাংলা সহ ৫ ভাষায় পঠনপাঠন ইঞ্জিনিয়ারিং কলেজে

নয়াদিল্লি:  নয়া জাতীয় শিক্ষা নীতিতে জোড় দেওয়া হয়েছে মার্তৃ ভাষায় শিক্ষার উপরে৷ বৃহস্পতিবার সে কথা আরও একবার স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন আরও একবার মাতৃভাষায় উচ্চশিক্ষার সমর্থনে সওয়াল করলেন নমো৷

আরও পড়ুন- ভর্তি নিয়ে চিন্তা? মাধ্যমিক উত্তীর্ণদের জন্য বড় ঘোষণা সংসদের

দ্বিতীয় মোদী সরকারের উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল জাতীয় শিক্ষা নীতি৷ নয়া শিক্ষানীতিতে বদলে যাবে শিক্ষা ব্যবস্থার খোলনলচে৷ নয়া জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী বলেন, এই শিক্ষানীতি মাতৃভাষায় উচ্চ শিক্ষার উপর গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে৷ ভারতের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়ারা যাতে নিজেদের ভাষাতেই উচ্চশিক্ষা লাভ করতে পারেন, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে৷ তিনি জানান, শীঘ্রই ১৪টি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানীয় ভাষায় পঠনপাঠন শুরু করা হবে৷ প্রাথমিক ভাবে যে পাঁচটি ভাষাকে বেছে নেওয়া হয়েছে, সেগুলি হল বাংলা, হিন্দি, তামিল, তেলেগু ও মারাঠি৷

গতকাল ছিল নয়া জাতীয় শিক্ষানীতির বর্ষপূর্তি৷ এই উপলক্ষে মোদী বলেন, ‘‘দেশের যুব সম্প্রদায়কে শক্তিশালী করে মজবুত দেশ গঠনের জন্য জাতীয় শিক্ষা নীতির রূপায়ন একটা বড় পদক্ষেপ৷ এর জন্য দেশের সমস্ত শিক্ষক, অধ্যাপক, অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কৃতজ্ঞতা জানাই৷’’ তাঁর কথায়, এক বছর ধরে এই মানুষগুলোর লাগাতার প্রচেষ্টা  জাতীয় শিক্ষা নীতিকে সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে৷ 

আরও পড়ুন- ডাক্তারি পড়ার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, মোট ৩৭% সংরক্ষণ ঘোষণা

পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা নিয়েও আলোচনা করেন তিনি৷ কী ভাবে কৃত্রিম মেধীকে কাজে লাগিয়ে অর্থনীতির উন্নয়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন৷ এই অনুষ্ঠানে ভার্চুালি অংশ নিয়েছিলেন বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরাও৷ যদিও বিরোধী নেতাদের অভিযোগ, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে শিক্ষার গৈরিকীকরণ করতে চাইছে মোদী সরকার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + two =