কলকাতা: এবার বাংলায় বেনজিরভাবে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ১০০ শতাংশ ছাত্রছাত্রী। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস দেখা গেলেও এখন ভর্তি নিয়ে চিন্তা শুরু হয়েছে অধিকাংশের। ১০০ শতাংশ পাশ করার ফলে যে ভর্তি নিয়ে সমস্যা হবে তা আন্দাজ করাই গিয়েছিল। তবে এই বিষয় বড় ঘোষণা করল শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে একধাক্কায় ভর্তির উর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে জানান হয়েছে, ”সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়তনকে জানান হচ্ছে, এ বছর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বর্ধিত করে ৪০০ করা হল।” জানা গিয়েছে, আগেই মাধ্যমিকে বিপুল পরিমাণে পাশের কারণে ভর্তিতে যাতে সমস্যা না হয় তার জন্য আসন বাড়ানোর জন্য সংসদ আবেদন করেছিল বিকাশ ভবনকে। অনুমতি মিলতেই সেই প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি করল তারা। সংসদের এই পদক্ষেপকে আপাতত স্বাগত জানান হলেই বিশেষজ্ঞদের একাংশ এই ব্যাপারটি নিয়েও চিন্তিত কারণ, এত সংখ্যক পড়ুয়াদের জন্য স্কুলগুলিতে যথার্থ পরিকাঠামো রয়েছে কিনা তা নিয়ে সংশয়।
আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে মূর্তি ভাঙার অভি়যোগে ফের সরব ফিরহাদ
বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ভর্তির মাত্রা বাড়িয়ে পড়ুয়াদের আশস্ত করা হচ্ছে ঠিকই, কিন্তু স্কুলগুলিতে যদি পর্যাপ্ত পরিকাঠামো না থাকে তাহলে আখেরে ক্ষতি হবে ছাত্রছাত্রীদেরই। অনলাইন ক্লাস হলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু অফলাইন ক্লাস অর্থাৎ স্কুলে ক্লাস চালু হলেই সমস্যা দেখা দিতে পারে বলে ধারণা অধিকাংশের। কারণ, একটি ক্লাসে এত পড়ুয়াদের জায়গা দেওয়া কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। এর পাশাপাশি, এত সংখ্যক পড়ুয়াদের পড়ানোর জন্য সেই মাত্রায় ক্লাস রুম রয়েছে কিনা, বা সেই সংখ্যক শিক্ষক বা শিক্ষিকা রয়েছে কিনা, সব নিয়েও ধন্দ।