উচ্চমাধ্যমিকে ‘অসন্তুষ্ট’ পড়ুয়াদের ফের পরীক্ষায় বসার আহ্বান শিক্ষামন্ত্রীর

উচ্চমাধ্যমিকে ‘অসন্তুষ্ট’ পড়ুয়াদের ফের পরীক্ষায় বসার আহ্বান শিক্ষামন্ত্রীর

e06da5cc498a33c716eab95f8b675455

কলকাতা:   উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ দেখা দিয়েছে৷ কোথাও স্কুলে ভাঙচুর, শিক্ষক ঘেরাও হয়েছে, কোথাও আবার রাস্তায় নেমে প্রতিবাদে টায়ার জ্বলেছে৷ এদিন এই অসন্তোষ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, যাঁরা নম্বরে সন্তুষ্ট নন, বা মূল্যায়ন নিয়ে যাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে, তাঁরা পরীক্ষায় বসতেই পারেন৷ তাঁদের পরীক্ষায় বসার জন্য আহ্বান জানানো হচ্ছে৷ 

আরও পড়ুন- CBSE 12: প্রকাশিত ফলাফল, পাশের হার ৯৯.৩৭ শতাংশ

ব্রাত্য বলেন, প্রথম দিনই পর্ষদ ও সংসদের যৌথ সাংবাদিক বৈঠক স্পষ্ট বলে দেওয়া হয়েছিল, কেউ নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে তাঁরা আবার পরীক্ষা দিতে পারবেন৷ ফলে স্কুল ভাঙচুর না করে তাঁরা যদি বলেন আমরা পরীক্ষা দেব, তাহলে পরীক্ষা নেওয়ার জন্য আমরা তৈরি আছি৷ কোভিড পরিস্থিতি দেখে পরীক্ষার আয়োজন করা হবে৷ তাঁর কথায়, অল্প সংখ্যক ছাত্রছাত্রীই পরীক্ষায় বসতে চাইবেন৷ ফলে তাঁদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে না৷ পরীক্ষায় বসার জন্য তাঁদের আহ্বান জানাচ্ছি৷ শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা আসুন৷ পরীক্ষায় বসুন৷’  

আরও পড়ুন- নয়া শিক্ষানীতিতে মাতৃভাষায় জোড়, বাংলা সহ ৫ ভাষায় পঠনপাঠন ইঞ্জিনিয়ারিং কলেজে

এদিকে দুই দিল্লি বর্ডের দ্বাদশের ফলও প্রকাশিত৷ যেখানে অধিকাংশ ছেলেমেয়েরাই ৯০ শতাংশ নম্বর পেয়েছেন৷ রাজ্যের পড়ুয়াদের থেকে অনেকটাই বেশি৷ সেক্ষেত্রে কলেজে ভর্তির সময় কি কোনও অসুবিধা তৈরি হবে? এই প্রশ্নের জবাবে ব্রাত্য বলেন, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ৷ প্রতিবছরই সংখ্যাটা এমনই থাকে৷ তবে ফি বছরই ৬ লক্ষের মতো ছাত্রছাত্রী ভর্তি হন৷ বাকি ছাত্রছাত্রীরা ভোকেশনাল ট্রেনিং বা অন্যান্য শাখায় পড়াশোনা করেন৷ একটা বড় অংশ রাজ্যের বাইরে চলে যান৷ আবার একটা অংশ বিদেশে পাড়ি দেন৷ ফলে ভর্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছে, তেমনটা নয়৷ এবার গড় নম্বরও অনেকটা বেশি উঠেছে৷ সমস্যা হলে সেই বুঝে পদক্ষেপ করা হবে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *