নয়া শিক্ষানীতিতে স্কুল শিক্ষার মান বাড়াতে ৩০০ প্রকল্পের তালিকা, জানালেন শিক্ষামন্ত্রী

নয়া শিক্ষানীতিতে স্কুল শিক্ষার মান বাড়াতে ৩০০ প্রকল্পের তালিকা, জানালেন শিক্ষামন্ত্রী

নয়াদিল্লি: নয়া জাতীয় শিক্ষানীতিতে বদলে গিয়েছে পুরনো শিক্ষা পদ্ধতির খোল নোলচে৷ নয়া শিক্ষা নীতিতে স্কুল শিক্ষার মান বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সেই লক্ষ্যেই ৩০০টি কাজের একটি তালিকা তৈরি করা হয়েছে৷ এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ 

আরও পড়ুন- জেইই মেন নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর, কী পরিবর্তন করা হল?

যত শীঘ্র সম্ভব জাতীয় শিক্ষা নীতি চালু করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার৷ এই বিষয়ে নিজ দফতরে তো বটেই স্কুলগুলির সঙ্গেও ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী৷ পোখরিয়াল বলেন, স্কুল শিক্ষা ও সাক্ষরতা দফতরের পাশাপাশি উচ্চ শিক্ষা দফতরও স্কুল শিক্ষার মান বাড়াতে এই ৩০০টি কাজ বা প্রকল্পের খসড়া তালিকা তৈরির করতে ওয়ার্কশপের আয়োজন করছে। দীর্ধদিন ধরেই শিক্ষাব্যবস্থার কাঠামো ছিল ১০+২ ভিত্তিক৷ । কিন্তু সেই কাঠামো ভেঙে নতুন শিক্ষানীতিতে করা হয়েছে ৫ + ৩ + ৩ + ৪। নতুন শিক্ষা ব্যবস্থায় আরও তিন বছর যোগ করা হয়েছে৷ 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল ও স্বশাসিত সংস্থাকে  জাতীয় শিক্ষানীতির প্রস্তাব দেওয়া হয়েছে৷ সেই প্রস্তাব অনুসারে স্কুল শিক্ষা ও সাক্ষরতা দফতর ২৯৭টি কাজের একটি তালিকা তৈরি করেছে। এই তালিকার মধ্যে ইসিসিই, স্কুল শিক্ষা এবং শিক্ষক শিক্ষা, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি (FLN) মিশন স্থাপন, সার্বিক পরীক্ষায় মনোনিবেশ করা এবং শিক্ষক শিক্ষন ব্যবস্থার শক্তিশালী করার উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। নয়া জাতীয় শিক্ষা নীতি অনুসারে ইতিমধ্যেই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে৷ যেমন- আঞ্চলিক ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা, মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের প্রচলন৷ অ্যাকাডেমিক ব্যাঙ্ক তৈরি প্রভৃতি৷ 

আরও পড়ুন- সীমান্ত বদলের চেষ্টা চীনের, ভারতীয় সেনা যোগ্য জবাব দেবে, কলকাতায় হুঙ্কার বিপিনের

উচ্চশিক্ষাতেও মাল্টিপল এনট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম চালু করা হবে। জোড় দেওয়া হবে ডিজিটাল লার্নিংয়ের উপরে৷ থাকছে আইসিটি সুবিধা৷ উচ্চ প্রাথমিকর, সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারিতে আইসিটি সুবিধা থাকছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =