কলকাতা: করোনা আবহে একাধিক পরীক্ষা বাতিল হয়েছে। তবে এবার ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্সের পরিক্ষার দিন। জানান হল, আগামী ১৭ জুলাই হবে পরীক্ষা এবং ১৪ অগাস্টের মধ্যে হবে ফল প্রকাশ। এ বছর পরীক্ষা দেবে ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। জয়েন্ট কাউন্সিলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হল, চলতি বছর ২৭৪ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। করোনা ভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বাড়ির কাছেই পরীক্ষা কেন্দ্র করার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানান হয়েছে। উল্লেখ্য, এর আগে ১১ জুলাই হওয়ার কথা ছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আরও জানান হয়েছে, ভর্তি সংক্রান্ত কাউন্সেলিং ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফার মধ্যে শেষ করা হবে।
এর পাশাপাশি জানানো হয়েছে এই বছর আরো ১১ টি পরীক্ষা সংঘটিত হবে এবং নির্দিষ্ট সময় সূচি মেনেই। জয়েন এন্ট্রান্স পরীক্ষা কিছু দিন পিছিয়ে দেওয়া হয়েছে তার কারণ আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে পরিবহন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। তবে যেহেতু করোনা ভাইরাস সংক্রমণের ভ্রুকুটি এখনো রয়েছে তাই পরীক্ষা কেন্দ্র নিয়ে আলাদা ভাবে ভাবা হয়েছে বলে জানানো হয়েছে। শুধুমাত্র সংক্রমনের কথা মাথায় রেখেই পরীক্ষার্থীর নিকটবর্তী শিক্ষাকেন্দ্রে পরীক্ষা দেওয়া হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়। এছাড়াও এক বেঞ্চে দুই জনের বেশি বসানো হবে না বলেও এদিন স্পষ্ট করা হয়। তবে জায়গা কম থাকলে একটা বেঞ্চে একজন করেই বসবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- জোড়া ঘূর্ণাবর্তের দাপটে এখনই মিলবে না রেহাই, চলবে নাগারে বৃষ্টি