জোড়া ঘূর্ণাবর্তের দাপটে এখনই মিলবে না রেহাই, চলবে নাগারে বৃষ্টি

জোড়া ঘূর্ণাবর্তের দাপটে এখনই মিলবে না রেহাই, চলবে নাগারে বৃষ্টি

558606e29a4be5fa65d342336168bd0a

কলকাতা: সপ্তাহ ভর বৃষ্টির পরেও দেখা মিলছে না সূর্যের৷ মাঝে মধ্যে সূর্যের ঝলক মিললেও, পরমবহূর্তে মুখ ঢাকছে মেধের আড়ালে৷ আপাতত এই পরিস্থিতি থেকে মিলবে না রেহাই৷ কারণ, উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত৷ পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত৷ এই জোড় ঘূর্ণাবর্তের দাপটে সপ্তাহভর রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর৷ তবে আজ ও আগামীকাল কলকাতায় বৃষ্টি কমবে বলে জানানো হয়েছে৷

আরও পড়ুন- এবার ‘দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ শুরু খাদ্য দফতরের

এদিকে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন রাজ্য৷ এখনও বহু জায়গায় জল জমে রয়েছে৷ সপ্তাহ ভর যে বৃষ্টি চলছিল আগামী চার দিন তা অব্যাহত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর৷ উত্তর থেকে দক্ষিণ কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার হালকা বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস৷  পুরুলিয়া, ঝাড়খণ্ড, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে দুই-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ শুক্রবার বৃষ্টি বাড়বে উপকূল সংলগ্ন জেলাগুলিতে৷ শনিবার বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে আগামী কয়েক দিন কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর৷ তবে হালকা বৃষ্টিপাত চলবে৷ 

1ee0ceaaa75452923ddf6fb7ff6b8d3d

বিহার ও সংলগ্ন অঞ্চলে ঘূর্ণবর্ত তৈরি হওয়ায় পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এর জেরেই ঝাড়খণ্ড ও সংলগ্ন জেলাগুলি ভিজবে প্রবল বৃষ্টিতে৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে৷ আগামী কয়েক দিনও উত্তরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাল চলবে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *