অফলাইনেই হবে দশম-দ্বাদশের পরীক্ষা! সূচি ঘোষণা CBSE-র

অফলাইনেই হবে দশম-দ্বাদশের পরীক্ষা! সূচি ঘোষণা CBSE-র

নয়াদিল্লি: অবশেষে ঘোষণা করা হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন তথা সিবিএসই (CBSE) বোর্ডের পরীক্ষার দিনক্ষণ। করোনা অতিমারীর দীর্ঘকালীন সংকটের জেরে প্রায় ১১ মাস ধরে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ভ্যাকসিন আবিষ্কারের পর এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই আর অনলাইন নয়, করোনা কাঁটা দূর করে এবার অফলাইনেই পরীক্ষা নেওয়ার কথা জানাল সিবিএসই বোর্ড কর্তৃপক্ষ।

আরও পড়ুন- BIG BREAKING: অবশেষে খুলছে স্কুল-কলেজ! দিনক্ষণ ঘোষণা পার্থর

জানা গেছে, আগামী মে মাসে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আয়োজন করা হবে। অফলাইন মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত যাবতীয় নিয়ম মেনে চলতে হবে বলে নিদান দিয়েছে কর্তৃপক্ষ। করোনা পরবর্তীকালে যখন শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে চালু করার বিষয়ে এখনও স্থির সিদ্ধান্তে আসতে পারে নি রাজ্য সরকার, তখন কেন্দ্রীয় বোর্ডের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে শিক্ষা মহল। 

সিবিএসই বোর্ডের তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক এদিন জানিয়েছেন, আগামী ৪ মে থেকে শুরু হবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা চলবে ১১ জুন পর্যন্ত। যদিও দশম শ্রেণীর পরীক্ষা ৭ জুনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ঘোষিত হয়েছে পরীক্ষার ফল প্রকাশের দিনও। আগামী ১৫ জুলাই দুই শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ করবে সিবিএসই বোর্ড।

করোনা পরিস্থিতিতে অফলাইন পরীক্ষায় পড়ুয়াদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে সিবিএসই বোর্ড। পরীক্ষাকেন্দ্রে যাতে কোনোভাবেই করোনা বিধি লঙ্ঘিত না হয়, সে দিকে জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, সংক্রমণ এড়াতে পরীক্ষাকেন্দ্রে সব সময় মাস্ক পরা বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার করা বাধ্যতামূলক করা হবে।

আরও পড়ুন- কেন্দ্রীয় বাজেটের আড়ালে শিক্ষায় বেসরকারিকরণ? ক্ষুব্ধ রাজ্যের শিক্ষামহল!

শুধু পরীক্ষার দিন ঘোষণা করেই ক্ষান্ত থাকেননি শিক্ষামন্ত্রী পোখরিয়াল। এদিন দুই শ্রেণীর পরীক্ষার সময়সূচীও জানিয়েছেন তিনি। তাঁর কথা অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। তা চলবে বেলা ১:৩০ পর্যন্ত। এরপর আড়াইটে থেকে শুরু হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। তা চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। উল্লেখ্য, প্রতি বছর সাধারণত মার্চ-এপ্রিল মাসে সিবিএসই বোর্ডের পরীক্ষা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + four =