কলকাতা: আর মাত্র পাঁচ দিন বাকি৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বাকি থাকা স্কুল ফি জমা দিতে হবে অভিভাবকদের৷ অন্যদিকে, যে সকল অভিভাবকরা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ স্কুল ফি জমা দিয়েছেন এবার তাঁদের টাকা ফেরত নেওয়ার পালা৷ কারণ হাইকোর্টের নির্দেশ অনুসারে টিউশন ও সেসন ফি বাবদ ২০ শতাংশ টাকা ছাড় পাবেন অভিভাবকরা৷ ফলে চিন্তায় পড়েছে স্কুল কর্তৃপক্ষরা৷
আরও পড়ুন- উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের জন্য সুখবর, পাঁচ বছরের প্রশ্নোত্তরের বই প্রকাশ করল শিক্ষা সংসদ
নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি পড়ে থাকা ফি জমা না দিলে অনলাইন ক্লাস এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়ার ক্ষমতা স্কুলগুলির হাতে দেওয়া হয়েছে৷ ৮ ডিসেম্বর থেকেই এই পদক্ষেপ করতে পারবে স্কুলগুলি৷ অধিকাংশ অভিভাবকই সময়সীমার মধ্যে বাকি পড়ে থাকা ফি জমা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন৷ তবে অনেক অভিভাবক এখনও ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন বলে দাবি স্কুলগুলির৷
লয়োলা হাই স্কুলের ১,৮৫০ জন অভিভাবকের মধ্যে ৪০০ জন ফি’র টাকা রিফান্ড চেয়েছেন৷ তাঁরা ১০০ শতাংশ ফি’ই জমা দিয়েছিলেন৷ অভিভাবকদের মধ্যে এখনও ১৫ জন পুরো ফি দিতে প্রস্তুত৷ প্রিন্সিপাল ফাদার রডনে বর্নেয়ো বলেন, ‘‘আমরা অভিভাবকদের বলেছি, ফি’র টাকা রিফান্ড করা সম্ভব না হলে পরবর্তী মাসগুলিতে সেই টাকা অ্যাডজাস্ট করে দেওয়া হবে৷ তবে যে সকল অভিভাবকের উপার্জন প্যান্ডেমিকে ক্ষতিগ্রস্ত হয়নি, তাঁরা যাতে সম্পূর্ণ ফি’ই জমা দেন, সেই আর্জি জানানো হয়েছে৷’’
আরও পড়ুন- বই-খাতা ফেলে তারা ধরেছে সংসারের হাল, ফের কি স্কুল মুখো হবে উত্তরবঙ্গের স্কুলছুটরা?
একইভাবে সাউথ পয়েন্ট স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা বলছেন, যাঁরা রিফান্ড চাইছেন তাঁদের টাকা আগামী মাসগুলির ফি’র সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হোক৷ অক্টোবর ও নভেম্বর মাসে প্রায় ২ হাজার অভিভাবক ফি’র উপর ছাড় পাওয়ার আবেদন জানিয়েছেন৷ যদিও তাঁরা ফি’র ১০০ শতাংশ টাকাই জমা দিয়েছিলেন৷ স্কুলে মোট ১২ হাজার অভিভাবক আছেন৷