২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বদল, জানুন বিস্তারিত

২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বদল, জানুন বিস্তারিত

854d7598d2aab5c67b950d5de66ecd19

কলকাতা: রদবদল ঘটছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরনের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সব স্কুল কর্তৃপক্ষকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে। ছাত্রছাত্রী, শিক্ষক এবং পরীক্ষকদের মতামত এবং তাদের পরামর্শকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এখনও প্রায় সাড়ে ৫ মাস বাকি। তার আগেই এই ঘোষণা করা হল।  

আরও পড়ুন- NEET-এ উজ্জ্বল বাংলার দেবাঙ্কিতা, রাজ্যে তৃতীয় এবং দেশে ২২ তম স্থানে

তাহলে ঠিক কী কী বদল থাকছে পরীক্ষার প্রশ্নপত্রে? জানা গিয়েছে, আগামী বছর থেকে একটি প্রশ্ন পত্রেই অবজেক্টিভ এবং সাবজেক্টিভ সংক্রান্ত সব প্রশ্ন থাকবে। সব প্রশ্নের উত্তর পৃথকভাবে দেওয়া খাতায় ছাত্র-ছাত্রীদের লিখতে বলা হয়েছে। এর আগে পার্ট এ-তে থাকা প্রশ্নের উত্তর লেখার জন্য ছাত্রছাত্রীদের আলাদা খাতা দেওয়া হত। আর পার্ট বি-তে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন থাকত। সেই প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লিখতে হত। এই ব্যবস্থা অনেকটা জটিল বলে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা অভিযোগ করেছিলেন। তাই এর বদল ঘটল। সব বিষয়ের জন্য একটি প্রশ্নপত্র এবং একটি উত্তরপত্র থাকবে।

এছাড়া সমস্ত ব্যাখ্যামূলক প্রশ্ন একসঙ্গে থাকবে, প্রশ্নের নম্বর যাই হোক না কেন। সংক্ষিপ্ত প্রশ্ন এবং ‘সাবজেক্টিভ’ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তরপত্রে নির্দিষ্ট জায়গা থাকবে। পুরো পাঠ্যক্রম থেকেই প্রশ্নপত্র আসবে। আলাদাভাবে পাঠ্যক্রমের কোন অংশের উল্লেখ থাকবে না বলে জানান হয়েছে। এদিকে টপিক-ভিত্তিক প্রশ্নপত্রের ধরণের কোনও পরিবর্তন হচ্ছে না। উল্লেখ্য, আগামী বছর উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে ১৪ মার্চ এবং শেষ হচ্ছে ২৭ মার্চ। ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *