নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে কোভিড বিধি মেনে মেনেই রাজ্যে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক৷ কিন্তু সিবিএসই ও সিআইএসসিই বাতিল করে দিয়েছে দশমের বোর্ড পরীক্ষা৷ দ্বাদশের বোর্ড হবে কিনা, তাও এখনও অনিশ্চিত৷ এর পরিস্থিতিতে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পড়ুয়ারা৷ সমান ভাবে উদ্বিগ্ন অভিভাবকরাও৷ তবে এই বিষয়ে আগামী ২ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানাল কেন্দ্র৷ সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল৷
আরও পড়ুন- বিশ্বভারতীয় মুকুটে নয়া পালক, মিলল দেশে চতুর্থ এবং রাজ্যে তৃতীয় সেরার স্বীকৃতি
সোমবার পরীক্ষা সংক্রান্ত মামলায় বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র কী গত বারের নীতি থেকে সরে যাবে? যদি তাই হয়, সেক্ষেত্রে যথাযথ কারণ দর্শাতে হবে কেন্দ্রকে৷ উল্লেখ্য, গত বছর করোনা পরিস্থিতিতে মাঝপথেই বাতিল হয়ে গিয়েছিল দ্বাদশের বোর্ড পরীক্ষা৷ সংক্রমণের জেরে বেশ কিছু বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ প্রথমে পরীক্ষা স্থগিত রাখা হলেও পরে তা বাতিল করে দেওয়া হয়৷ এদিন সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেলকে বলেন, ‘‘আপনারা সিদ্ধান্ত নিন৷ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের আছে৷ তবে গত বছরের নীতি থেকে সরে এলে যথাযথ কারণ উল্লেখ করতে হবে৷ যাতে আদালত তা খতিয়ে দখতে পারে৷’’ সেই সঙ্গে বিচারপতি খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ আরও বলে, ‘‘বর্তমান পরিস্থিতি বিচার করে যেটা সঠিক মনে হবে, সেই সিদ্ধান্তই আপনারা নেবেন৷’’
শীর্ষ আদালতের সিদ্ধান্তে সম্মতি জানিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, ‘আদালতের কথা মাথায় রাখা হবে৷’ আগামী ২ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল৷ তিনি বলেন, ‘‘৩ জুন আদালত আমাদের সময় দেবে বলে আশা করছি৷’’ এদিকে, পরীক্ষা বিলম্ব হলে বিদেশে পড়তে ইচ্ছুক পড়ুয়াদের যে সমস্যায় পড়তে হবে, এদিন সে কথাও উল্লেখ করেন আইনজীবী মমতা শর্মা৷