নয়াদিল্লি: আজ প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল। রেকর্ড মাত্রায় এই পরীক্ষার পাশের হার। ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া পাস করেছে দ্বাদশ শ্রেণীতে। যদিও করোনাভাইরাস অতিমারির কারণে এ বছর পরীক্ষা হয়নি। পুরোটাই অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতি মেনে ফলাফল প্রকাশ করা হয়েছে।
৯৯.৩৭ পড়ুয়ারা পাস করেছে, তাদের মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৬৭ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। এদিকে ১০০ শতাংশ পাশ করেছে রূপান্তরকামী পড়ুয়ারা। অন্য পরীক্ষার মতো এই বোর্ডের তরফ থেকেও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, পরীক্ষার ফলে অসন্তুষ্ট হলে পরীক্ষার্থী আলাদাভাবে লিখিত পরীক্ষায় বসতে পারবে। একই সঙ্গে জানানো হয়েছে, সিবিএসই বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। এছাড়াও results.gov.in, digilocker.gov.in, UMANG app, SMS Organiser, Digiresult-এ পরীক্ষার ফলাফল দেখা যাবে।
আরও পড়ুন- ‘সকলকে খুশি করার রাজনীতি তো করিনি’ ফের জল্পনা উস্কে দিলেন বাবুল