নয়াদিল্লি: কোভিড পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে একাধিক সমস্যা৷ করোনা সংক্রমণের জেরে এই বছর উচ্চমাধ্যমিকে সবকটি বিষয়ে পরীক্ষা নেওয়াও সম্ভব হয়নি৷ মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল৷ ক্লাস চলছে অনলাইনে৷ এই টালমাটাল অবস্থায় ২০২০-২১ শিক্ষাবর্ষে বোর্ড পরীক্ষার সিলেবাস কমানোর চিন্তাভাবনা শুরু করল সিবিএসই এবং সিআইএসসিই৷ এর আগে ঠিক হয়েছিল ৩০ শতাংশ সিলেবাস কমিয়ে দেওয়া হবে৷ কিন্তু এখন তা ৫০ শতাংশ কমানোর কথা ভাবছে বোর্ড৷
আরও পড়ুন- খুলবে স্কুল, তবে সব দায়িত্ব অভিভাবকদের নয়, বলছে সরকার
অন্যদিকে, সিলেবাস কমানোর পাশাপাশি পরীক্ষার সময় ৪৫ থেকে ৬০ দিন পিছিয়ে দেওয়ার কথাও ভেবে দেখা হচ্ছে৷ কারণ এখনও পর্যন্ত বন্ধ রয়েছে স্কুল৷ কেন্দ্রীয় সরকার ১৫ অক্টোবরের পর কনটেনমেন্ট জোনের বাইরে স্কুল খোলার সবুজ সংকেত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির উপরেই ছেড়েছে৷ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে তারা৷ তবে সিলেবাস কমানো এবং পরীক্ষা পিছনোর বিষয়টি এখনও চিন্তা ভাবনার স্তরেই রয়েছে৷ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড৷
এদিকে, করোনা পরিস্থিতিতে বহু অভিভাবকই তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে নারাজ৷ এখনও পর্যন্ত দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি৷ শীঘ্র পূর্ণ উদ্যমে স্কুল খোলার সম্ভাবনাও খুবই ক্ষীণ৷ স্কুল খুললেও বেধে দেওয়া হবে উপস্থিতির হার৷ এর আগে গত জুলাই মাসে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এবং কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই) জানিয়েছিল, দশম এবং দ্বাদশ শ্রেণির সিলেবাস ৩০ শতাংশ হ্রাস করা হবে৷ যে অধ্যায়গুলি বাদ দেওয়া হবে, সেখান থেকে পরীক্ষায় কোনও প্রশ্ন করা হবে না৷ তবে স্কুল চাইলে সেগুলি পড়াতে পারে৷ নতুন সিলেবাসের মডেল প্রশ্নপত্রও প্রকাশ করেছিল সিবিএসই৷ এর পর সিবিএসই এবং সিআইএসসিই-র পদাঙ্ক অনুসরণ করে সিলেবাস কমানোর পথে হেঁটেছিল একাধিক রাজ্য৷
আরও পড়ুন- এখানে নেই করোনার ভয়, স্কুলে ফিরল দ্বীপ-রাজ্যের পড়ুয়ারা
এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিবিএসই-র আধিকারিকরা বলেন, এখনও পর্যন্ত নর্মাল ক্লাস শুরু হয়নি৷ ফলে ২০২১ সালে বোর্ড পরীক্ষার জন্য সিলেবাস আরও কমাতে পারে সিবিএসই৷ ৭০ শতাংশ না ৫০ শতাংশ সিলেবাস নিয়ে পরীক্ষা হবে, সে বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে৷