খুলবে স্কুল, তবে সব দায়িত্ব অভিভাবকদের নয়, বলছে সরকার

খুলবে স্কুল, তবে সব দায়িত্ব অভিভাবকদের নয়, বলছে সরকার

নয়াদিল্লি: অনলক ফাইভ পর্বে মিলেছে স্কুল খোলার অনুমতি৷  ১৫ অক্টোবরের পর স্কুল খোলার সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ তবে কেন্দ্রের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ অক্টোবরের পর স্কুল খোলা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলগুলি৷ তবে স্কুল খোলার জন্য সব দায় দায়িত্ব অভিভাবকদের উপর বর্তাবে না৷ 

আরও পড়ুন- এখানে নেই করোনার ভয়, স্কুলে ফিরল দ্বীপ-রাজ্যের পড়ুয়ারা

আগামী ১৫ অক্টোবর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের দুন স্কুল৷ যদিও পর্যায়ক্রমে স্কুল খোলার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি উত্তরাখণ্ড সরকার৷ ফলে এর জন্য স্কুল কর্তৃপক্ষ কখনই একক ভাবে অভিভাবকদের দুষতে পারে না৷ দায়িত্ব স্কুলের উপরেও বর্তাবে৷ রাজ্যের মুখপাত্র তথা ক্যাবিনেট মন্ত্রী মদন কৌশিক একটি বিবৃতিতে বলেন, স্কুল কর্তৃপক্ষ কখনই কোভিড-১৯ পরিস্থিতির উপর নজর রাখার দায়িত্ব সম্পূর্ণ ভাবে অভিভাবকদের উপর ছাড়তে পারে না৷ স্কুল কর্তৃপক্ষ এবং জেলা শিক্ষা দফতর কোনও ভাবেই নিজেদের দায়িত্ব এড়াতে পারে না৷ মদন কৌশিক আরও বলেন, ‘‘স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি পড়ুয়াদের নিরাপত্তার জন্য আধিকারিকরাও সমান ভাবে দায়বদ্ধ৷ পড়ুয়াদের নিরাপত্তা এবং স্কুলে সোশ্যাল ডিস্টেনসিং বজায় রাখার দায়িত্ব একান্তই স্কুল কর্তৃপক্ষের উপর বর্তায়৷’’  

অন্যদিকে, কেন্দ্র ছাড়পত্র দিলেও কোভিড পরিস্থিতি বিবেচনা করে ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার৷ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে (এনসিআর) নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আংশিকভাবে স্কুল খোলা হয়েছিল৷ ইচ্ছুক ছাত্রছাত্রীরা স্কুলে আসছে৷ হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থান নিয়ে রয়েছে এনসিআর৷ 

আরও পড়ুন- সাবধান! বাংলায় গজিয়ে উঠেছে ভুয়ো বিশ্ববিদ্যালয়, তালিকা দিল UGC

আবার ১৫ অক্টোবর থেকে খুলে যাবে পঞ্জাবের স্কুল৷ নতুন করে স্কুল খোলার জন্য নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার৷ পঞ্জাব সরকারের নয়া নির্দেশিকায় নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে৷ তবে একটি শ্রণি কক্ষে ২০ জনের বেশি পড়ুয়াকে বসার অনুমতি দেওয়া হবে না৷ 

গত ৩ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় কনটেনমেন্ট জোনের বাইরে প্রায় সব কিছুতেই ছাড় দেওয়া হয়েছে৷ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =